সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

বোয়ালজুরে ছাত্রলীগের সহযোগীতায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরন।

বালাগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং বোয়ালজুর শাখার অর্থায়নে  বণ্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।

বালাগঞ্জ প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং বোয়ালজুর বাজার শাখার অর্থায়নে   ২৭-০৮-২০১৭ ইংরেজী তারিখে স্থানীয় লক্ষীপুর বাজারে প্রায় দুইশত বণ্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এতে ২নং বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ রিপনের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়,

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌ:এহিয়া,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্যা সুষমা সুলতানা রুহি,  বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন মনসুর, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা জয়বাংলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি জহিরুল তালুকদার বোয়ালজুর ইউনিয়ন জাপার সভাপতি মতছির আলি মুন্না,সেক্রেটারি মুরশেদ চৌ:

উপজেলা ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ , খালেদ আহমদ,মাশাদ মিয়া,হাবিবুননুর মনি,আল-আমিন,সাদিকুর রহমান হৃদয়, সহ উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার, ২১ আগস্ট, ২০১৭

সত্য প্রকাশে দুরন্ত সাহস!

সত্যের পথে অগ্রযাত্রা।
[সত্য ঘটনা অবলম্বনে ও তথ্য ভিত্তিক
অনলাইন পত্রিকা]
{সত্য প্রকাশে সদা জাগ্রত। আমরা
আপনারই
কথা বলি, উপরোক্ত স্লোগানকে শপথ
বাক্য
মেনে আমরা কাজ করে যাচ্ছি বিগত
দিনগুলোতে। আমরা সত্যকে তুলে
ধরতে চাই
দেশ বাসীর কাছে। সকল
ইতিবাচক
কাজের পাশে এবং নৈতিবাচক
কাজের
বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের
পত্রিকার মূল উদ্দেশ্য হচ্ছে,
সাংবাদিকতা
ক্যারিয়ার গড়ে তোলা এবং সকল
সত্যকে
সবার সামনে তুলে ধরা।
দেশ, মাটি, মানুষ, মানবতা,
শিক্ষণীয়,
কাজকর্ম, দেশ গঠনে বিভিন্ন সমাজ
সেবামূলক
কাজ সহ সকল ইতিবাচক খবরা-খবর
এবং যে
কোন অন্যায়, অপরাধ, অনিয়ম সহ যে
কোন
নৈতিবাচক খবরা-খবর সকলের
সামনে তুলে
ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
দেশ,বিদেশ, সহ আঞ্চলিক সব খবর। খবরের পিছনের খবর। থাকুন আমাদের সাথে.....
www.facebook.com/OurMediaNews24

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ওসমানিনগরে সাড়ে তিন লাখ নাসির বিড়ি উদ্দার আটক ২

ওসমানীনগরে সাড়ে
তিন লাখ নাসির বিড়ি
সহ ২জন আটক

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে ৩ লাখ
৩৭ হাজার ভারতীয় নাসির
বিড়ি সহ আয়াজ মিয়া(৩৮) ও
সমর কর(৫০) নামের ২জনকে আটক
করেছে আর্মড পুলিশ
ব্যাটেলিয়ান। গত বুধবার রাতে
উপজেলার গোয়ালাবাজারে
গোপন সংবাদের ভিত্তিতে
সিলেটের আর্মড পুলিশ
ব্যাটেলিয়ান-৭ এর সদস্যরা
অভিযান চালিয়ে আয়াজ মিয়া
ও সমর করকে আটক করে। এ সময়
তাদের গোদামে মজুদ করা ৩
লাখ ৩৮ হাজার নিষিদ্ধ
ভারতীয় নাসির বিড়ি উদ্ধার
করা হয়। উদ্ধারকৃত নাসির
বিড়ির বাজার মূল্য ৫ লক্ষ ৫
হাজার ৫শত টাকা। আটককৃত
আয়াজ উপজেলার
গোয়ালাবাজার ইউপির
নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক
আলীর পুত্র ও সমর একই ইউপির
ইলাশপুর গ্রামের মৃত সত্যেন্দ্র
করের ছেলে।
আটকৃতদের গত বুধবার রাতে
ওসমানীনগর থানা পুলিশের
নিকট হস্থান্তর করেছে আর্মড
পুলিশ। এ ঘটনায় গতকাল
বৃহস্পতিবার সিলেট
লালাবাজার আর্মড পুলিশের
এসআই আলী খান বাদী হয়ে
ওসমানীনগর থানায়(মামলা
নং-১৫) দায়ের করেন।
ওসমানীনগর থানার ওসি
মোহাম্মদ শহীদ উল্যা আর্মড
পুলিশের অভিযানে আটকৃত
২জনের বিরুদ্ধে মামলা দায়েরর
সত্যতা নিশ্চিত করে বলেন,
আসামীদের বৃহস্পতিবার দুপুরে
আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

বন্যার অন্যায়!

বন্যার অন্যায়!
ডক্টর তুহিন মালিক
এক. ভারতের বাঁধগুলো খুলে দেওয়ায়
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের
প্রায় সবকটি জেলা ভয়াবহ বন্যায়
প্লাবিত হয়ে গেছে। সীমান্তবর্তী
ভারতীয় রাজ্যগুলো দিয়ে ব্রহ্মপুত্র,
তিস্তা ও গঙ্গা নদী বাংলাদেশে
প্রবেশ করায় বানের পানিতে
প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন
এলাকা। ইতিমধ্যে দিনাজপুরে
রেলপথ ও মহাসড়ক পানিতে তলিয়ে
গিয়ে সারা দেশের সঙ্গে রেল
যোগাযোগ এবং ঢাকার সঙ্গে সড়ক
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সৈয়দপুর বিমানবন্দরে পর্যন্ত পানি
ঢুকে পড়েছে।
দুই. ২০ জেলায় লাখ লাখ মানুষ এখন
পানিবন্দী। শুধু গত দুই দিনের বন্যায়
শিশুসহ ২৬ জনের প্রাণহানি হয়েছে।
প্রতিনিয়ত হুরহুর করে বাড়ছে মৃতের
সংখ্যা। ২৫ হাজার হেক্টর জমির ফসল
নিশ্চিহ্ন হয়ে গেছে। ২৩ স্থানের
বাঁধ ভেঙে গেছে। আগামী এক
সপ্তাহের মধ্যে ঢাকার পূর্বাঞ্চলসহ
নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে
যাওয়ার প্রবল আশঙ্কা পাউবোর।
এবার ১৯৮৮ সালের মত ভয়ংকর বন্যার
আশঙ্কা করা হচ্ছে।
তিন. অথচ ভারত সৃষ্ট এই প্রলয়ংকরী
বন্যার বিরুদ্ধে জোড়ালো কোন
প্রতিবাদ নেই! ভারত শুস্ক মওসুমে
বাঁধ দিয়ে পানি আটকে রাখে, আর
বর্ষায় বাঁধ খুলে দিয়ে আমাদের জলে
ভাসায়! অথচ যেখানে চাতক পাখির
মতো ভারতের কাছ থেকে একফোঁটা
তিস্তার ন্যায্য পানির আশায় চেয়ে
থাকি; সেখানে ভারতের কাছ থেকে
ন্যায্য পানি না পেয়েও ‘কুছ তো
মিলা’ বলে সান্ত্বনাটুকু খুঁজে পেয়ে
বন্ধুত্বের বগল বাজাই!
চার. বাংলাদেশের কাছ থেকে
প্রত্যাশার চাইতেও বেশী পেয়েছে
ভারতীয়রা। কিন্তু আমরা ভারতের
কাছ থেকে পেয়েছি শুধুই ভুঁরিভুঁরি
আশ্বাস! তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদ-
নদীর ন্যায্য হিস্যায় পানিবণ্টন
আদায়ে আমাদের রাজনৈতিক
দৈন্যতা প্রধানমন্ত্রীর সর্বশেষ
ভারত সফরেই দেখা গেছে! ১৯৭৫
সালে "মাত্র ৪১ দিনের জন্য
পরীক্ষামূলকভাবে চালানো হবে"-
বলে ফারাক্কা ব্যারাজ চালু
করেছিল ভারত। ৪২ বছর পার হলেও এই
পরীক্ষামূলক পানি প্রত্যাহার আজো
চালুই রয়ে গেল!!!
পাঁচ. দুর্ভাগ্যজনকভাবে, জাতীয়
স্বার্থে এগুলোর প্রতিবাদ করার কেউ
যেন আর অবশিষ্ট নেই! স্বাধীনতার
বিপক্ষের শক্তি হয়ে যাওয়ার ভয়ে
সবাই যেন জাতীয় স্বার্থে
কোনভাবেই মুখ খুঁলতে নারাজ!
ভারতের সাথে আন্তঃরাষ্ট্রীয়
কিংবা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট
যা-ই থাকুক না কেন, জাতীয়
স্বার্থের প্রশ্নে আমাদের জনগণের
রয়েছে প্রচণ্ড আবেগ আর ন্যায্য
অধিকার প্রাপ্তির প্রত্যাশা। কিন্তু
শুধু ভারত একা নয় আমাদের সরকারও
আমাদের প্রত্যাশা পূরণে চরমভাবে
ব্যর্থ! সেই ১৯৭২ সাল থেকেই
তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত
আমাদের মুলা ঝুলিয়ে রেখেছে।
টিপাইমুখ বাঁধ নিয়েও তারা বারবার
মিথ্যা আশ্বাস দিয়ে চলেছে।
সীমান্ত হত্যা আজও বন্ধ হয়নি!
কাঁটাতারে ঝুলন্ত ফেলানীরা আজো
ন্যায়বিচার পায়নি!
ছয়. ভারতের সমর্থনে একটি
অগ্রহণযোগ্য নির্বাচনে ক্ষমতায়
আসা সরকার নিজেদের গদি
রক্ষার্থে যেভাবে জাতীয় স্বার্থকে
বিসর্জন দিয়ে যাচ্ছে, সেখানে
তারা স্বাভাবিকভাবেই ভারতের
কাছ থেকে ন্যয্য দাবী আদায়ের সব
শক্তিটুকু নিঃশেষ করে ফেলেছে।
তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে,
ভারত সৃষ্ট বন্যার এই অন্যায় রুখে
দাড়াবে কে?
লেখক : আইনজ্ঞ ও সংবিধান
বিশেষজ্ঞ
drtuhinmalik@hotmail.com

ওসমানিনগরে জন্মাস্টমী পালন

-ওসমানীনগরের গোয়ালাবাজারে আড়ম্বরপূর্ণ জন্মাষ্টমী উদযাপন।

অঞ্জন দেব সবুজ:

ওসমানীনগরের গোয়ালাবাজারে সনাতন সংঘের আয়োজনে ও সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের পরিচালনায় আড়ম্বরপূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সকাল ৭ ঘটিকায় মঙ্গলঘট স্থাপন, ৮ ঘটিকায় শ্রীকৃষ্ণের নিত্যপূজা, ৯ ঘটিকায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহযোগে বিশাল নগর শোভাযাত্রা, ১২ঘটিকায় শ্রীকৃষ্ণের ভজন কীর্তন ও পরিশেষে বেলা ১ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ ।শোভাযাত্রায় অসংখ্য সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটে।শোভাযাত্রাটি গোয়ালাবাজার সনাতন সংঘের কেন্দ্রীয় কালিমন্দির থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সুপ্রিম ফিলিং ষ্টেশন পর্যন্ত এবং পরবর্তীতে গোয়ালাবাজার হয়ে ওসমানীনগর থানা পর্যন্ত   কালিমন্দিরে এসে শেষ হয়।অনুষ্ঠানস্থলে সনাতন সংঘ,পূজা উদযাপন পরিষদ,হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ ও ছাত্র-যুব ঐক্যপরিষদের ইউনিয়ন ও উপজেলার সিনিয়র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করায় গোয়ালাবাজার সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক

সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

শোকের পোস্টারে ভোটের ঘ্রাণ।

শোকের পোস্টারে ভোটের
ঘ্রাণ
তুষার আবদুল্লাহ।
অভিজাত কফিখানায় যাবার
অভ্যেস নেই। নিমন্ত্রণ পেলেও
সাহসে কুলোয় না। যদি শীততাপ
নিয়ন্ত্রিত সেই কফিখানাতে
গিয়েও ঘামে ভিজে যাই! তারপরও
মাঝে মধ্যে দাপ্তরিক কারণে
যেতে হতো বাধ্য হয়ে। সেদিনও
গেলাম। একজনের দাওয়াতে।
যানজট সাঁতরে যখন পৌঁছি, দেখি
তিনি আসর জমিয়ে বসেছেন।
সরকার দলীয় নেতা বলে দাবি
করেন। লোকে অবশ্য বলে হবু
নেতা। তবে বেশভূষাতে তিনি
নেতা বনে গেছেন বলা যায়। চুলের
ভঙ্গিও তেমন। বুকে নৌকা প্রতীক।
এই প্রতীকের জাদুতে তিনি
আড্ডায় তরতর করে সিঁড়ি পার হয়ে
যাচ্ছেন।
রকমারি কমিটির সভ্য, সভাপতি
থেকে শুরু করে মন্ত্রীর চেয়ারে
বসারও স্বপ্ন বুনে যাচ্ছেন। আসরের
মোসাহেবরা তাতেই জো আচ্ছা,
জো আচ্ছা বলে ধুয়ো তুলছেন। খুব
দ্রুতই নিজের ওপর নিয়ন্ত্রণ
হারিয়ে ফেললেন সেই হবু
নেতাটি। প্রশ্ন রাখতে থাকলেন-
আওয়ামী লীগের কয়েক জন
পরীক্ষিত নেতার মুক্তিযুদ্ধের
অবদান নিয়ে। কথায় কথায়
নিজেকে বঙ্গবন্ধু সৈনিক বলে
দাবি করলেও, তার আচরণ বরং
আওয়ামী লীগের যে কোন কর্মীর
জন্যই বিব্রতকর। তিনি আগামী
ভোটের টিকেট পকেটে গুঁজেই
রাজা-উজীর মেরে যাচ্ছেন,
এমনটাই তার দাবি। আওয়ামী
লীগের দুঃসময়ে, বঙ্গবন্ধুকে হত্যা
করার পর যারা প্রতিবাদ
করেছিলেন, আগলে রেখেছিলেন
তাঁর আদর্শ এই হবু নেতা তুড়ি
মেরে সেই সৈনিকদের উড়িয়ে
দিচ্ছেন। আমি দেখছি তার বচন ও
দামি সিগারেটের ধোঁয়ায়
কিভাবে দূষিত হচ্ছে সৃজনশীল
রাজনীতি। তৃণমূলের রাজনীতিতে
কিভাবে পড়ছে নগরের আস্তরণ।
ঐ আভিজাত কফিখানা থেকে
বিষণ্ণ মনে অফিসে ফিরছিলাম।
শ্রাবণে ভেজা শহর। ক্ষতবিক্ষত
পথ, নোনা ধরা দেয়াল
দেখছিলাম। নোনাধরা দেয়াল
কখনো কখনো নস্টালজিক করে
তোলে। ফিরিয়ে নিয়ে যায়
পূর্বের দিন গুলোতে। নোনা ধরা
দেয়ালে পোষ্টার লাগালে, তা
আপনাতেই ওঠে আসতো। সিনেমার
কতো পোস্টার এভাবে তুলে
নিয়েছি। নোনাধরা দেয়ালে
পোস্টার সাঁটানোর অভিজ্ঞতাও
আছে। সেই দিন গুলোতে ফিরে
যেতে দেখি দেয়াল জুড়ে আছে
পোস্টার। ফ্লাইওভারের দখল
নিয়েছে পোস্টার। আগস্ট
পেরোচ্ছি। ১৫ আগস্টের দিন কয়েক
বাকি। দেয়ালের পোস্টার শোক
দিবসকে উপলক্ষ্য করে হলেও,
সেখানে ম ম করছে ভোটের গন্ধ।
যে নেতাকে হত্যা করা হয়েছে,
সেই বঙ্গবন্ধুর ছবি অতিক্ষুদ্র ভাবে
ব্যবহার করা হয়েছে নামে মাত্র।
পোস্টারের জমিন জুড়ে সম্ভাব্য
প্রার্থীদের ছবি, তাদের
নির্বাচনী এলাকার নাম বড় বড়
হরফে লেখা। আবার ভোট
প্রার্থীদের বাইরেও নয়া গজানো
নেতারও নিজেদের প্রতিকৃতি
দিয়ে পোস্টার ছেপেছেন।
সেখানে বঙ্গবন্ধুর জন্য চিমটি
খানিক জায়গা বরাদ্দ। এই দৃশ্য যে
কেবল রাজধানীতে তা নয়,
দেশজুড়েই চলছে এমন শোক
বাণিজ্য।
এই শোক বাণিজ্য নিয়ে কথা
হচ্ছিল আওয়ামী লীগের একজন তরুণ
নেতার সঙ্গে। তিনি ধাপে ধাপে
তৃণমূল সংগঠন থেকে ওঠে আসছেন।
তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন-
দেখেন আমরা রাজনীতি করার
জন্য সংগঠন করছি। বঙ্গবন্ধু এবং
তাঁর আদর্শ আমাদের প্রণোদিত
করেছে রাজনীতি করতে। কিন্তু
আপনি যাদের কথা বলছেন, যারা
বুকে নৌকা প্রতীক নিয়ে ঘুরে
বেড়ান, বঙ্গবন্ধু এবং দলের প্রতি
তাদের এই দৃশ্যমান ভালবাসার
আড়ালে ব্যবসার টঙ্কার বাজে।
তারা কেউ এসে দলে ভিড়েন
ব্যবসার সুরক্ষার স্বার্থে, আর কেউ
আসেন ব্যবসা ধরতে। এই দুইপক্ষের
চাপে বঙ্গবন্ধুর অর্গানিক
সৈনিকেরা এখন চিড়ে চ্যাপ্টা।
তাদেরই বরং এখন আদর্শের
পরীক্ষা দিতে হচ্ছে
অনুপ্রবেশকারী এমন সৈনিকদের
কাছে। এ বড় লজ্জার, শোকেরও।
লেখক : বার্তা প্রধান, সময় টিভি।

গোয়ালাবাজার হাইস্কুলের ছাত্রী ধর্ষন, আটক১

ওসমানীনগরে বিয়ের
প্রলোভনে স্কুল
ছাত্রীকে ধর্ষণ : মামলা
দায়ের,ধর্ষণকারী
গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:সিলেটের
ওসমানীনগরে বিয়ের প্রলোভনে
এক স্কুল ছাত্রী একাধিক বার
ধর্ষণ করেছে ঐ ছাত্রীরই
আত্মীয় মুন্ন মিয়া(২০)নাামের
এক যুবক। ধর্ষণের শিকার স্কুল
ছাত্রী উপজেলার
গোয়ালাবাজার ইউপির দক্ষিণ
কলারাই গ্রামের বাসিন্দা ও
গোয়ালাবাজার আদর্শ উচ্চ
বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর
ছাত্রী। সে চলতি বছর জেএসসি
পরীক্ষার্থীয় অংশ গ্রহণ করবে।
এই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে
ক্ষান্ত হয়নি মুন্না মিয়া শেষ
পর্যন্ত তার কয়েকজন সহযোগীকে
নিয়ে সিএনজি চালিত
অটোরিকশা দিয়ে অপহরণ করে
তাকে। ঘটনাটি ঘটেছে
উপজেলার গোয়ালাবাজার
ইউপির গোয়ালাবাজার আদর্শ
উচ্চ বিদ্যালয়ের রাস্তায়। এ
ঘটনায় ধর্ষণ ও অপহরণের
অভিযোগ এনে ধর্ষণকারী
মুন্নাকে প্রধান আসামী করে
তিনজনের নাম উল্লেখ ও
আজ্ঞাতনামা আরো দুজন সহ ৫
জনকে আসামী করে গত রোববার
সন্ধায় ওসমানীনগর থানায় একটি
(মামলা নং-১৩) দায়ের করেন। এ
ঘটনার মূলহোতা মুন্না মিয়াকে
পুলিশ আটক করেছে। আটককৃত
মুন্না মৌলভীবাজার জেলার
কমলগঞ্জ উপজেলার সমশেরনগর
চাঁদপুর গ্রামের মৃত কাদির
মিয়ার ছেলে।
মামলার এজাহার ও স্কুল
ছাত্রীর পরিবার সূত্রে
জানাযায়, ধর্ষণকারী মামলার
এজহারভুক্ত প্রথম ও দ্বিতীয়
আসামী মুন্না ও রুমেল তাদের
আত্মীয়তার সূত্রে এই স্কুল
ছাত্রীর বাড়িতে প্রায়ই
আসতো মুন্না। বাড়িতে আসা
যাওয়ার সময়ে বিয়ের প্রলোভন
দেখিয়ে মুন্নার সাথে
ছাত্রীকে বিভিন্ন সময়ে
প্রেমের প্রস্তাব দিতে থাকে।
এক পর্যায়ে এই ছাত্রী মুন্নার
প্রলোভনের ফাঁদে পরে তার
সাথে প্রেমের সর্ম্পকে জড়িয়ে
পরে। এর সুযোগে বিয়ের
প্রলোভন দেখিয়ে গত কয়েক মাস
থেকে একাধিক বার
মৌলভীবাজার শহর সহ বিভিন্ন
স্থানে ছাত্রীকে নিয়ে গিয়ে
একাধিক বার তাকে ধর্ষণ করে
মুন্না। ঘটনাটি মুন্না পরিবারের
লোকজনের মধ্যে জানাজানি
হলে মুন্নার পরিবারের লোকজন
এই ছাত্রীর পরিবারের সাথে
সর্ম্পক ভেঙ্গে দিতে ছাত্রীর
পরিবারের লোকজনকে নানা
ভাবে হুমকি দামকি সহ চাপ
দিতে থাকে। এ অবস্থায় মুন্নাও
ছাত্রীর সাথে যোগাযোগ
কমিয়ে ফেলে। গত ২ আগষ্ট
নির্যাতিত ছাত্রী বিদ্যালয়
ছুটির পর বাড়ি যাবার জন্য
গোয়ালাবাজার স্কুল রোড থেকে
একটি সিএনজি চালিত
অটোরিকশায় উঠলে পূর্ব থেকে
ওৎ পেতে থাাকা মুন্নার ভাই
রুমেল ও তার তিন চারজন
সহযোগী সিএনজিটিকে
কলারাইয়ের দিকে যেতে না
দিয়ে অপহরণের উদ্যোশে সিলেট
শহরের দিকে নিয়ে যায়।
উপজেলার সিলেট-ঢাকা
মহাসড়কের তালেরতল
নামকস্থানে অটোরিকশা একটু
গতি কমালে নির্যাতিন ছাত্রী
অটোরিকশা থেকে লাফ দিয়ে
রাস্তার পাশের এক বাসাতে
আশ্রয় নেই। খবর পেয়ে
ওসমানীনগর থানা পুলিশ এই
ছাত্রীকে উদ্ধার থানায় নিয়ে
আসে এবং ডাক্তারী পরীক্ষার
জন্য তাকে সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়। ছাত্রীর
পরিবারের পক্ষ থেকে প্রাথমিক
অভিযোগের ভিত্তিতে পুলিশ ২
আগষ্ট রাতে মৌলভীবাজার
থেকে মুন্নাকে আটক করে ৫৪
ধারায় আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করেন। গত
রোববার নারী ও শিশু নির্যাতন
মদন আইনে নির্যাততা ছাত্রী
বাদী হয়ে মামলা করার পর
ওসমানীনগর থানা পুলিশ আটককৃত
মুন্নাকে এই মামলার শোনএরেষ্ট
দেখিয়ে আদালতে মামলার নথি
তাখিল করে।
ওসমানীনগর থানার ওসি সহিদ
উল্যা ধর্ষণ ও অপহরণের
অভিযোগে মামলা দায়ের
সত্যতা নিশ্চিত করে বলেন,
মামলার প্রধান আসামীকে
পুলিশ গ্রেফতার করেছে। সে
বর্তমানে জেলহাজতে রয়েছে।
মামলার অন্য আসামীদের
গ্রেফতারে পুলিশি অভিযান
অব্যাহত রয়েছে।

শনিবার, ১২ আগস্ট, ২০১৭

ওসমানিনগরে খামারীদের মতবিনিময় সভা সম্পন্ন।

ওসমানিনগরে এসিআই গোদরেজ এগ্রোভেটের খামারি সমাবেশ অনুস্টিত।

ওসমানিনগর প্রতিনিধি :

আজ (১২-০৮-১৭) শনিবার দুপুর ১১:৩০ ঘঠিকায় স্থানীয় গোয়ালাবাজারে জে,কে ফেভারিট ফিড এন্ড ফার্মায়,

বহু জাতীয় কোম্পানি এসি আই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও জে,কে,ফেভারিট ফিড এন্ড ফার্ম,ওসমানিনগরে যৌথ আয়োজনে

ডা: জাকির হুসেন জাকি'র সভাপতিত্বে ও অঞ্জন দেব সবুজের সঞ্চালনায়,
সভা অনুস্টিত হয়

এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,

প্রাণী চিকিৎসক ডা: জামিল,
জে,কে,ফার্মের প্রোপাইটার  কামরুল ইসলাম,

খামারি, সাজনা বেগম, হাবিবুর রহমান, সোহাগ আহমদ, দবির মিয়া, আবুল বাসার, সিজু আহমদ, কাজি শিপন, সাইদ আহমদ, নন্দ পাল,  জাকির হুসেন, প্রমুখ।

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

জেনে নিন আপনার NID দিয়ে কতটি সিম নিবন্দন হয়েছে

জেনে নিন আপনার
NID তে কতটি সিম
নিবন্ধন হয়েছে
আপনার জাতীয় পরিচয়পত্র
(এনআইডি) ও আঙুলের ছাপ ব্যবহার
করে অজান্তে কেউ বাড়তি সিম
নিবন্ধন করে নেয়নি তো! কিভাবে
জানবেন?
কোন অপারেটরের কয়টি সিম
বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত
হয়েছে, সহজেই জানানোর ব্যবস্থা
করেছে কয়েকটি অপারেটর।
আজকের সর্বাধিক পঠিত টিপস্
এখন কোন গ্রাহকের আইডিতে
অপরিচিত কোন সিম নিবন্ধিত হলে
গ্রাহক চাইলে সেটা উত্তোলন বা
বন্ধ করে দিতে পারবেন।
আপনার NID দিয়ে কয়টি সিম
রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন।
গ্রামীণফোনঃ info লিখে 4949 তে
SMS করুন
বাংলালিংকঃ 16002# ডায়াল করুন
রবিঃ 16003# ডায়াল করুন
এয়ারটেলঃ 1214444# ডায়াল করুন
টেলিটকঃ info লিখে 1600 তে SMS
করুন
সিটিসেল এখনো চালু করেনি। পরে
জানতে হলে আমাদের সাইট লিঙ্ক
বুকমার্ক করে রাখুন।
একজনের নামে ২০টির বেশি সিম
নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম
স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া
হবে বলেও এসএমএস করে গ্রাহকদের
জানানো হয়েছে। অপারেটরগুলোর
গ্রাহক সেবাকেন্দ্র থেকে বাড়তি
বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করা
যাবে।

মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

শ্রীমঙ্গলে গৃহবধুর রহস্যজনক খুন

শ্রীমঙ্গলে গৃহবধুর রহস্যজনক খুন

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা বস্তির তিন সন্তানের জননী স্বপ্না আক্তার (২৮) নামে এক গৃহবধুর রহস্যজনক খুন হয়েছে। এ ঘটনায়স্বামী গফুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য শ্রীমঙ্গল থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
এলাকাবাসীসুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত (০১ আগষ্ট ২০১৭) প্রায় ২টার দিকে গফুর মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন তার বাড়িতে, সেখানে ঘরের ভিতর স্বপ্না আক্তারের মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়।
স্বপ্না আক্তারের স্বামী গফুর মিয়া জানায়, তাদের ২রুমের বাসায় স্বামী-স্ত্রী আলাদা ঘুমাতেন। রাতে বাথরুমে যাওয়ার জন্য বের হলে তিনি তার স্ত্রীর রুমে স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সে জানায় কেউ তার স্ত্রী কে বাহিরে খুন করে ঘরের ভিতর ফেলে গেছে।
নিহত স্বপ্না আক্তারের বড় বোন আফিয়া বেগম জানান, তার বোন যে বাড়িতে থাকে সেই জমির মালিক তার বোন স্বপ্না আক্তার। স্বামী গফুর মিয়া সেই জমিটি বিক্রি করার জন্য কয়েকবছর ধরে উঠে পড়ে লেগেছিল। স্ত্রী রাজি না হওয়ায় প্রায়ই মারধর করতো। একবার তাদের ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল।
এদিকে স্বপ্না আক্তারের মেয়ে ইমা আক্তার(১২) জানায়, কয়েকমাস আগে স্কুল থেকে বাড়ি ফিরে সে দেখে তার মায়ের হাত ভাঙ্গা। তার বাবাই তার মার হাত ভেঙ্গেছিল বলে জানায় সে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী গফুর মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...