শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার
বাংলা ও ইংরেজি অর্থ
ইসলাম
ডেস্ক: সূরা
ফাতিহা
(মক্কায়
অবতীর্ণ), এর
আয়াত সংখ্যা 7
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
Ayahs: | 1-7 |
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ‏( 1
যাবতীয় প্রশংসা আল্লাহ
তা’আলার যিনি সকল সৃষ্টি
জগতের পালনকর্তা।
Praise be to Allah, the
Cherisher and Sustainer of the
worlds;
ﺍﻟﺮَّﺣْﻤـﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ ‏( 2
যিনি নিতান্ত মেহেরবান ও
দয়ালু।
Most Gracious, Most Merciful;
ﻣَـﺎﻟِﻚِ ﻳَﻮْﻡِ ﺍﻟﺪِّﻳﻦِ ‏( 3
যিনি বিচার দিনের মালিক।
Master of the Day of Judgment.
ﺇِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭﺇِﻳَّﺎﻙَ ﻧَﺴْﺘَﻌِﻴﻦُ ‏( 4
আমরা একমাত্র তোমারই ইবাদত
করি এবং শুধুমাত্র তোমারই
সাহায্য প্রার্থনা করি।
Thee do we worship, and Thine
aid we seek.
ﺍﻫﺪِﻧَــــﺎ ﺍﻟﺼِّﺮَﺍﻁَ ﺍﻟﻤُﺴﺘَﻘِﻴﻢَ ‏( 5
আমাদেরকে সরল পথ দেখাও,
Show us the straight way,
ﺻِﺮَﺍﻁَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺃَﻧﻌَﻤﺖَ ﻋَﻠَﻴﻬِﻢْ ‏( 6
সে সমস্ত লোকের পথ, যাদেরকে
তুমি নেয়ামত দান করেছ।
The way of those on whom
Thou hast bestowed Thy Grace,
ﻏَﻴﺮِ ﺍﻟﻤَﻐﻀُﻮﺏِ ﻋَﻠَﻴﻬِﻢْ ﻭَﻻَ ﺍﻟﻀَّﺎﻟِّﻴﻦَ ‏( 7
তাদের পথ নয়, যাদের প্রতি
তোমার গজব নাযিল হয়েছে এবং
যারা পথভ্রষ্ট হয়েছে।
Those whose (portion) is not
wrath, and who go not astray.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...