শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ওসমানিনগরে সাড়ে তিন লাখ নাসির বিড়ি উদ্দার আটক ২

ওসমানীনগরে সাড়ে
তিন লাখ নাসির বিড়ি
সহ ২জন আটক

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে ৩ লাখ
৩৭ হাজার ভারতীয় নাসির
বিড়ি সহ আয়াজ মিয়া(৩৮) ও
সমর কর(৫০) নামের ২জনকে আটক
করেছে আর্মড পুলিশ
ব্যাটেলিয়ান। গত বুধবার রাতে
উপজেলার গোয়ালাবাজারে
গোপন সংবাদের ভিত্তিতে
সিলেটের আর্মড পুলিশ
ব্যাটেলিয়ান-৭ এর সদস্যরা
অভিযান চালিয়ে আয়াজ মিয়া
ও সমর করকে আটক করে। এ সময়
তাদের গোদামে মজুদ করা ৩
লাখ ৩৮ হাজার নিষিদ্ধ
ভারতীয় নাসির বিড়ি উদ্ধার
করা হয়। উদ্ধারকৃত নাসির
বিড়ির বাজার মূল্য ৫ লক্ষ ৫
হাজার ৫শত টাকা। আটককৃত
আয়াজ উপজেলার
গোয়ালাবাজার ইউপির
নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক
আলীর পুত্র ও সমর একই ইউপির
ইলাশপুর গ্রামের মৃত সত্যেন্দ্র
করের ছেলে।
আটকৃতদের গত বুধবার রাতে
ওসমানীনগর থানা পুলিশের
নিকট হস্থান্তর করেছে আর্মড
পুলিশ। এ ঘটনায় গতকাল
বৃহস্পতিবার সিলেট
লালাবাজার আর্মড পুলিশের
এসআই আলী খান বাদী হয়ে
ওসমানীনগর থানায়(মামলা
নং-১৫) দায়ের করেন।
ওসমানীনগর থানার ওসি
মোহাম্মদ শহীদ উল্যা আর্মড
পুলিশের অভিযানে আটকৃত
২জনের বিরুদ্ধে মামলা দায়েরর
সত্যতা নিশ্চিত করে বলেন,
আসামীদের বৃহস্পতিবার দুপুরে
আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...