রাষ্ট্রদ্রোহী ও
ধর্মদ্রোহী ফরহাদ
মজহার
জুলাই ১৮, ২০১৭ 41
সম্পাদনা: মিয়া মোহাম্মদ
হেলাল
ফরহাদ মজহার ১৯৭২ সাথে কবি
হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের
অভিযোগে গোয়েন্দা সংস্থার
হাতে গ্রেফতার হয়েছিলেন।
কবি আলী আহসানের তদবিরে
জামিনে বের হয়ে আমেরিকায়
পালিয়ে যান। আহমদ ছফার
প্রকাশিত ডায়েরিতে উল্লেখ
আছে। থানার নথিতেও প্রমাণ
আছে।
উল্লেখ্য, কবি হুমায়ুন কবীরের স্ত্রী
সালেহার সাথে ফরহাদ মজহারের
পরকীয়া প্রেম ছিল।
১৯৯৪ সালে ডিসেম্বরে আনসার
বিদ্রোহের উস্কানীদাতা হিসেবে
প্রমাণ পাওয়ায় তৎকালীন বিএনপি
সরকার তাকে গ্রেফতার করে জেলে
পাঠিয়েছিল।
১৯৯৫ সালে জেল থেকে বের হয়ে
বর্তমান প্রধামন্ত্রী শেখ
হাসিনাকে তুষ্ট করতে একটি বই
লিখেন। বইয়ের নাম: “রাজ কুমারী
হাসিনা”। উক্ত বইতে তিনি শেখ
হাসিনাকে ধর্ম নিরপেক্ষতার
পরামর্শ দেন। তিনি লিখেছেন,
‘ধর্মকে রাষ্ট্রের বাইরে রাখতে
হবে’।
২০০১ সালে পাদুয়া-রৌমারী
সীমান্তে বিডিআর এর মাঝে
তিনি বিভ্রান্তি ছড়িয়ে দেন। যে
কারণে লেখক আহমদ ছফা তার
সাথে সম্পর্ক ত্যাগ করেন।
২০০৫ সালে জেএমবি যখন
সারাদেশে একযোগে ৬৩ জেলায়
বোমা হামলা করলো, তখন তিনি
তাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে
তুলনা করেছেন। তিনি বলেছেন,
‘এদেরকে সন্ত্রাসী বললে,
মুক্তিযোদ্ধাদের কেন সন্ত্রাসী
বলা হবে না?’
২০১৩ সালে সেই ফরহাদ মজহার
মতিঝিলে হেফাজত ইসলামের
মঞ্চে উঠে বক্তৃতা দিয়েছেন।
তিনি এখন সাম্প্রদায়িক গোষ্ঠীর
গুরু সেজেছেন।
২০১৪ সালের জানুয়ারি-
ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশে
বাসে পেট্রোলবোমা হামলাকে
তিনি প্রকাশ্যে সমর্থন করে আরো
বেশি বোমা হামলার উস্কানী
দিয়েছেন। তিনি মিডিয়া
হাউজগুলোতে বোমা মারার
উস্কানী দিয়েছেন। তখন কয়েকটি
মিডিয়া হাউজে হামলাও হয়েছে।
২০১৫ সালে বিজ্ঞানমনস্ক, মুক্তমনা
লেখক অভিজিৎ রায়ের
হত্যাকাণ্ডকে সমর্থন করেন এবং
উগ্র মৌলবাদীদের ভাবগুরু হিসেবে
নিজেকে উপস্থাপন করেন।
♻ ইসলাম অবমাননা:
✅ আযান নিয়ে ধৃষ্টতা:
আজান, এবাদতনামা ৫৯
“তুমি কি বধির প্রভু? নাকি কানে
তুলা দিয়ে থাক?
এভাবে হুঙ্কার দিয়ে পাঁচবার
মাইক্রোফোনে কেন
মোয়াজ্জিন হাঁকিতেছে?
প্রেমকথা কে কয় চিৎকারে?
দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে
ধর্মের নামে ডাকা
কোথা থেকে এল প্রভু? তবে কি ধূর্ত
শয়তানে
মনুষ্যেরে ডাকিতেছে অধর্মের
সাজানো ময়দানে?”
✅ উম্মুল মুমেনীনের শানে
গুস্তাকি:
বিবি খাদিজার নামে আমি এই
পদ্যটি লিখি:
বিসমিল্লাহ কহিব না, শুধু খদিজার
নাম নেবো।
প্রভু, অনুমতি দাও। গোস্বা করিও
না, একবার
শুধু তাঁর নামে এ পদ্যখানি লিখিব
মাবুদ।
নবীজীর নাম? উঁহু, তার নামও
নেবোনা মালিক
শুধু খাদিজার নাম— অপরূপ
খাদিজার নামে
একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে
যাব
তোমাকেও ভুলে যাব, ভুলে যাব
নবীকে আমার।
♻ আল্লাহ সুবহানাতায়ালা সম্পর্কে
চরম ঔদ্ধত্যপূর্ণ কবিতা:
✅ দুনিয়া রেজিস্ট্রি কর,
এবাদতনামা ৬
তিলেক হিম্মত নাই, আধা ছটাকের
নাই তেজ
সাত আসমানের প্রভু, খোদাতা’লা
হয়ে বসে আছ
মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমিই
মালিক
অথচ মালিক অন্যে, অন্যে কহিতেছে
তারাই খোদা
ধরো আমাদের গ্রামের আলহাজ্ব
ছামাদ মৌলবি
তিনি খোদ নিজ নামে বাহাত্তর
বিঘা হালটের জমির মালিক,
তেতাল্লিশ চেয়ারম্যান, ষাট
বিঘা
রশিদ কন্ট্রাক্টার, ইটের ভাটার ছরু
মিয়া
চৌদ্দ বিঘা বিশ ডেসিমেল, বাকি
থাকে ছমিরুদ্দি
চন্দনের বাপ, হারাধন-প্রত্যেকেই
কমবেশি প্রভু
মালিক এ জমিনের— প্রত্যেকেই
তোমার শরিক
তোমার শরিক নাই এই কথা তবে কি
বোগাস ?
এদের দলিল যদি মিথ্যা হয় যায়
আদালতে
উকিল ধরিয়া কর দুনিয়া রেজিস্ট্রি
নিজ নামে।
✅ শ্রীরাধিকা,
এবাদতনামা ৬২
যাকে সংগোপনে রাখি সতর্ক
সতীর মতো ঘরে
তাঁকে বলি আল্লা বলো। দেখি
তুমি সত্যি তাঁর কিনা
দেখি কত শক্ত মেয়ে— বেঁধে রাখি
ঘরের ভেতর
ঘরের শক্তি প্রভু ঘরে রাখি,
সম্ভাবে তুমিও রয়েছো।
পরজন্মে মেয়ে হবো, মেয়ে হয়ে
স্বয়ং তোমাকে
আস্বাদন করে আমি নাম নেবো
শ্রীমতী রাধিকা।
✅ জন্মেই হাজতি আমি,
এবাদতনামা ৯৫
তোমার মামলা দেখি নিজের
বিরুদ্ধে নিজে, তুমি
নিজেই নালিশ করো, সালিশেও
তুমি। রে নিষ্ঠুর
হও ফরিয়াদি কিন্তু বেশরম
নিজেরই এজলাসে
কেন নিজে চিফ জাস্টিস হও ওগো
আল্লা-হুজুর ?
এমন অসংখ্য ঔদ্ধত্যপূর্ণ কবিতা
আছে ৯০-এর দশকে প্রকাশিত তার
“এবাদতনামা” গ্রন্থে। নিজেকে
কখনো পৌত্তলিক বলেছে, ঈশা
নবীকে প্রভু বলেছে। তার চিন্তা
পত্রিকাতে (ওয়েবসাইটে রয়েছে)
ইসলামকে দর্শন উল্লেখ করে উদ্ভট
ও মনগড়া মতবাদ দিয়েছে। আল্লাহ,
আকীদা ও শিরক নিয়ে যেসব লেখা
লিখেছে তা যেকোনো দল-উপদলের
মুসলিমরা নিঃসন্দেহে প্রত্যাখ্যান
করবে।
নাস্তিকতার ছদ্মবেশ আড়াল করে
এই ভণ্ড এখন ভক্তিবাদ, গুরুবাদের
নামে এদেশের তরুণ সমাজকে মাদক
ও গুহ্যবাদী চর্চায় প্রভাবিত করার
অপচেষ্টা চালাচ্ছে। জামাত মাঠে
নামতে ও সদস্য সংগ্রহ করতে
পারছে না বলে অর্থ ও নারী
সরবরাহ করে ইসলামের চরম দুশমন
লুঙ্গি ও ভোদকাচারিয়াদের মাঠে
নামিয়েছে। এই বিভ্রান্তকারীরা
এখন ঠিকাদারি নিয়েছে ইসলাম
শিক্ষা দেয়ার এবং কে
ইসলামপ্রেমী আর কে ইসলাম
বিদ্বেষী— তার সনদ দেয়ার।
কেউ যদি এসব জানার পর এই
ভণ্ডদের পক্ষ নেয়, তাহলে তার
নিজেকে মুসলিম দাবি করার সুযোগ
থাকবে না।
কৃতজ্ঞতা : Abdullah Harun Jewel
ও রাশিদা হক কনিকা জাওয়াদিন
সোমবার, ১৭ জুলাই, ২০১৭
ধর্মদ্রোহী ফরহাদ মাজহার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সূরায়ে ফাতিহা!
সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...

-
রাষ্ট্রদ্রোহী ও ধর্মদ্রোহী ফরহাদ মজহার জুলাই ১৮, ২০১৭ 41 সম্পাদনা: মিয়া মোহাম্মদ হেলাল ফরহাদ মজহার ১৯৭২ সাথে কবি হুমায়ুন কবীর হত্যাকা...
-
রাকিব হাসান: রমজান শেষ। চলছে শাওয়াল মাস। কওমি মাদরাসার ছাত্রদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল ম...
-
ঈদ বার্তা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় বালাগঞ্জ ওসমানীনগর ও সিলেটবাসী, প্রবাসীসহ আওয়ামী পরিবারের নেতা কর্মীদের জানাই ঈদের শুভেচ্ছা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন