মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

ওসমানিনগরে জন্মাস্টমী পালন

-ওসমানীনগরের গোয়ালাবাজারে আড়ম্বরপূর্ণ জন্মাষ্টমী উদযাপন।

অঞ্জন দেব সবুজ:

ওসমানীনগরের গোয়ালাবাজারে সনাতন সংঘের আয়োজনে ও সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের পরিচালনায় আড়ম্বরপূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সকাল ৭ ঘটিকায় মঙ্গলঘট স্থাপন, ৮ ঘটিকায় শ্রীকৃষ্ণের নিত্যপূজা, ৯ ঘটিকায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহযোগে বিশাল নগর শোভাযাত্রা, ১২ঘটিকায় শ্রীকৃষ্ণের ভজন কীর্তন ও পরিশেষে বেলা ১ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ ।শোভাযাত্রায় অসংখ্য সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটে।শোভাযাত্রাটি গোয়ালাবাজার সনাতন সংঘের কেন্দ্রীয় কালিমন্দির থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সুপ্রিম ফিলিং ষ্টেশন পর্যন্ত এবং পরবর্তীতে গোয়ালাবাজার হয়ে ওসমানীনগর থানা পর্যন্ত   কালিমন্দিরে এসে শেষ হয়।অনুষ্ঠানস্থলে সনাতন সংঘ,পূজা উদযাপন পরিষদ,হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ ও ছাত্র-যুব ঐক্যপরিষদের ইউনিয়ন ও উপজেলার সিনিয়র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করায় গোয়ালাবাজার সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...