বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

জেনে নিন আপনার NID দিয়ে কতটি সিম নিবন্দন হয়েছে

জেনে নিন আপনার
NID তে কতটি সিম
নিবন্ধন হয়েছে
আপনার জাতীয় পরিচয়পত্র
(এনআইডি) ও আঙুলের ছাপ ব্যবহার
করে অজান্তে কেউ বাড়তি সিম
নিবন্ধন করে নেয়নি তো! কিভাবে
জানবেন?
কোন অপারেটরের কয়টি সিম
বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত
হয়েছে, সহজেই জানানোর ব্যবস্থা
করেছে কয়েকটি অপারেটর।
আজকের সর্বাধিক পঠিত টিপস্
এখন কোন গ্রাহকের আইডিতে
অপরিচিত কোন সিম নিবন্ধিত হলে
গ্রাহক চাইলে সেটা উত্তোলন বা
বন্ধ করে দিতে পারবেন।
আপনার NID দিয়ে কয়টি সিম
রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন।
গ্রামীণফোনঃ info লিখে 4949 তে
SMS করুন
বাংলালিংকঃ 16002# ডায়াল করুন
রবিঃ 16003# ডায়াল করুন
এয়ারটেলঃ 1214444# ডায়াল করুন
টেলিটকঃ info লিখে 1600 তে SMS
করুন
সিটিসেল এখনো চালু করেনি। পরে
জানতে হলে আমাদের সাইট লিঙ্ক
বুকমার্ক করে রাখুন।
একজনের নামে ২০টির বেশি সিম
নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম
স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া
হবে বলেও এসএমএস করে গ্রাহকদের
জানানো হয়েছে। অপারেটরগুলোর
গ্রাহক সেবাকেন্দ্র থেকে বাড়তি
বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করা
যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...