ওসমানিনগরে এসিআই গোদরেজ এগ্রোভেটের খামারি সমাবেশ অনুস্টিত।
ওসমানিনগর প্রতিনিধি :
আজ (১২-০৮-১৭) শনিবার দুপুর ১১:৩০ ঘঠিকায় স্থানীয় গোয়ালাবাজারে জে,কে ফেভারিট ফিড এন্ড ফার্মায়,
বহু জাতীয় কোম্পানি এসি আই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও জে,কে,ফেভারিট ফিড এন্ড ফার্ম,ওসমানিনগরে যৌথ আয়োজনে
ডা: জাকির হুসেন জাকি'র সভাপতিত্বে ও অঞ্জন দেব সবুজের সঞ্চালনায়,
সভা অনুস্টিত হয়
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,
প্রাণী চিকিৎসক ডা: জামিল,
জে,কে,ফার্মের প্রোপাইটার কামরুল ইসলাম,
খামারি, সাজনা বেগম, হাবিবুর রহমান, সোহাগ আহমদ, দবির মিয়া, আবুল বাসার, সিজু আহমদ, কাজি শিপন, সাইদ আহমদ, নন্দ পাল, জাকির হুসেন, প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন