রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

অস্ত্র দিন আমি লোক দিব প্রধানমন্ত্রী কে মুহিব খান

আপনি শুধু অস্ত্র ও প্রশিক্ষন দিন, আমি একলক্ষ তরুণ যোদ্ধা দেবো: প্রধানমন্ত্রীকে মুহিব খান

|আলাউদ্দিন বিন সিদ্দিক

গাজী তারেক রহমান: বাংলাদেশের জনপ্রিয় গায়ক, লেখক ও রাষ্ট্রীয় চিন্তাবিদ জাগ্রত কবি মুহিব খান এবার মুখ খুলেছেন রোহিঙ্গা প্রশ্নে। গতকাল (০৮সেপ্টেম্বর) সন্ধ্যা ৮:৪০ মিনিটে কবি মুহিব খান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রোহিঙ্গাদের পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সরাসরি এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন-

শ্রদ্ধাভাজন প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম।
নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের প্রতি যথেষ্ট সহানুভুতিশীল হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন। দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রেখে তাদের সার্বিক সেবা ও সুরক্ষাও এখন আপনারই মানবিক কর্তব্য। কঠিন কাজ, তবু আপনাকেই করতে হবে, আপনিই পারবেন।
শুধু তাই নয়, জরুরি অবস্থায় সাময়িক আতিথেয়তার পর তাদেরকে নিজভূমিতে পূণর্বাসিত ও পূর্ণ প্রতিষ্ঠিত করতে মগের মুল্লুক মিয়ানমারের অত্যাচারী শোষকগোষ্ঠীর বিরুদ্ধে তাদের মুক্তিসংগ্রামেও আপনাকে পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্বের সাথে হাত মিলিয়ে হতে হবে তাদের স্বাধীনতার সঙ্গী।
আপনি বঙ্গবন্ধুকন্যা। আপনার কিংবদন্তী পিতার মতো সাহসী হয়ে উঠুন। নিষ্পেষিত মানবতার পক্ষে রোহিঙ্গাদের শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতায় অবদান রাখুন। সুচি’র শান্তি (!) নোবেল ছিনিয়ে আপনার হাতে তুলে দেবে সভ্য পৃথিবী। তাই যেন হয়।
অযাচিত যুদ্ধে জড়িয়ে শক্তি ও সৈন্যক্ষয়ের ভয়! ঠিক, আমাদের জানবাজ সামরিক সন্তানদের ব্যাক আপে রিজার্ভ রাখুন।
আমি একজন অতি সাধারণ মানুষ। একজন কবিমাত্র। তবে শব্দ-বারুদ আগুন জ্বালাতে পারি বরফখন্ডেও। সুর-ঝংকারে চেতনা জাগাতে পারি লাশের মিছিলেও।
‘আপনি শুধু অস্ত্র ও প্রশিক্ষণ দিন, আমি সারাদেশ থেকে একলক্ষ দেশপ্রেমিক বেসামরিক জানবাজ তরুণ যোদ্ধা আপনাকে উপহার দেবো।’
আল্লাহ্ আপনার সহায় হোন।

সারাদেশে তরুণদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে থাকা বিখ্যাত এই কবি ও গবেষক প্রতিনিয়তই রোহিঙ্গা মুসলমানদের খোঁজ-খবর সহ রোহিঙ্গা সংকটের পর থেকেই তার বিশেষ বিশেষ জ্বালাময়ী ছড়া ও কবিতার মাধ্যমে রোহিঙ্গাদের পাশে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বেশ উৎসাহ জোগাচ্ছে।
বর্তমানে আরাকানকে স্বাধীন রাষ্ট্র গঠনে ও মুসলমানদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী’র প্রতি জাগ্রত কবি মুহিব খানের আবেনদটি সারাদেশের প্রাণের দাবি হয়ে উঠেছে।

বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

মুসলিম হওয়ায় শান্তিপ্রিয় রোহিঙ্গাদের উপর নির্যাতনের স্টিম রোলার,পোপ।

মুসলমান হওয়ার কারণেই শান্তিপ্রিয়
রোহিঙ্গাদের ওপর নিপীড়ন : পোপ
07 Sep, 2017
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর
নিপীড়নের ঘটনায় নিন্দা
জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি
বলেছেন, ‘তারা (রোহিঙ্গা) ভালো
মানুষ। তারা শান্তিপ্রিয়। খ্রিস্টান
না হলেও তারা আমাদের ভাই। যুগ
যুগ ধরে তারা নিপীড়নের শিকার
হয়ে আসছে।’ ভ্যাটিকান রেডিওকে
দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা
বলেন পোপ।
সাক্ষাতকারে পোপ বলেন, শুধুমাত্র
মুসলিম হওয়ার কারণে আজ
রোহিঙ্গাদের উপর নির্যাতন করা
হচ্ছে, হত্যা করা হচ্ছে তাদের। গত
মাসে রাখাইনে রোহিঙ্গা
বিদ্রোহী ও সামরিক বাহিনীর
সংঘর্ষে সেনাসূত্রের দাবি অনুযায়ী
১০৪ জন নিহত হন। এতে আরও বিস্তৃত
হয় সেনা-অভিযান।
গত বছর অক্টোবরে একবার সামরিক
অভিযান থেকে বাঁচতে হাজার
হাজার রোহিঙ্গা বাংলাদেশে
পালিয়ে আসে। এখনও সামরিক
অভিযানে সহিংসতা ও হত্যাকান্ড
চলমান থাকায় আন্তর্জাতিক চাপের
মুখে পড়েছেন দেশটির ডি ফ্যাক্টো
নেতা অং সান সু চি। নোবেল জয়ী
এই নেতা ও তার সরকারের
সমালোচনা করছেন জাতিসংঘ,
মুসলিম রাষ্ট্র প্রধানরা। সমালোচনা
ও সতর্ক করেছেন যুক্তরাজ্যের
পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। স্ত্রূ :
রেডিও ফ্রি এশিয়া

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

কলেজ ছাত্রী ধর্ষন!

পাঁচ বন্ধু মিলে কলেজছাত্রীকে ধর্ষণ
06 Sep, 2017
কুড়িগ্রামের রাজিবপুরে এক
কলেজছাত্রীকে একটি বাসায় আটকে
রেখে ধর্ষণ করেছে বলে অভিযোগ
পাওয়া গেছে। মেয়েটিকে প্রথমে
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে
অবস্থার অবনতি ঘটলে চিকিত্সকরা
তাকে দ্রুত জামালপুর মেডিকেল
কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঙ্গলবার বিকালে উপজেলার
কাচারি পাড়া গ্রামে একটি
বাড়িতে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, কাচারিপাড়া গ্রামের
মাহবুবুর রহমানের পুত্র খোরশেদ
আলী অল্প কয়েকদিন ধরে ওই
কলেজছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে
প্রেমের ফাঁদ তৈরি করে। এ
সম্পর্কের সূত্র ধরে মোবাইল ফোনে
মেয়েটিকে ডেকে আনে খোরশেদ
আলী। এরপর পরিকল্পিত ভাবে তার
বন্ধু একই গ্রামের আরিফুল ইসলাম
বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে
খোরশেদ আলী ও তার ৫ বন্ধু মিলে
মেয়েটির মুখে কাপড় বেঁধে
পালাক্রমে ধর্ষণ করে। অবস্থা
বেগতিক দেখে খোরশেদ আলীর দুই
বন্ধু আলামিন ও আরিফুল ইসলাম
দু’জনে মেয়েটিকে রাজিবপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি
বিভাগে রেখে পালিয়ে যায় তারা।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের মেডিকেল অফিসার
বিপাশা রায় বলেন, ধর্ষিতার প্রচুর
রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি
ঘটেছে। উন্নত চিকিত্সা ও ডাক্তারি
পরীক্ষার জন্য মেয়েটিকে
জামালপুরে পাঠানো হয়েছে।
উৎসঃ mzamin

শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

জাপা নেতা মতছির আলী মুন্নার ঈদ শুভেচ্ছা।

ঈদ বার্তা:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয়  বালাগঞ্-ওসমানীনগরবাসী  সহ দেশ-
বিদেশে অবস্থানরত ধর্মপ্রাণ
সকল মুসলমানদের প্রতি জানাই
ঈদের আন্তরিক শুভেচ্ছা।
ঈদুল আযহা সবার জীবনে
অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি
নিয়ে আসবে। পাশাপাশি দুস্থ,
অসহায়দের সহায়তা, পরোপকার
তথা ত্যাগের মহিমায়
উজ্জীবিত হওয়ার প্রেরণা
যোগাবে। সবাই আর্তমানবতায়
এগিয়ে এসে সমাজে শান্তি,
সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেষ্ট
হবেন।
************শুভেচ্ছান্তে*******

মতছির আলি মুন্না
সভাপতি,
বোয়ালজুর ইউনিয়ন জাতীয় পার্টি।
সহ-সভাপতি কালিবাড়ী বাজার বণিক সমিতি

যুক্তরাজ্য যুবলীগ নেতা মোতাহির আলী সুহেল'র ঈদ শুভেচ্ছা।

ঈদ বার্তা: প্রতিবছর ঈদ আসে আমাদের
জীবনে আনন্দ আর সীমাহীন
প্রেম প্রীতি ও কল্যাণের
বার্তা নিয়ে ৷ তাই এ দিন সকল
কালিমা আর কলুষতাকে ধুয়ে
মুছে হিংসা বিদ্বেষ ভুলে
পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ
হবো। পবিত্র ঈদ-উল-আযহা
উপলক্ষ্যে দেশ-বিদেশের
সবাইকে জানাই শুভেচ্ছা ৷ ঈদ
মোবারক।
<<<<<<শুভেচ্ছান্তে>>>>>>
মোঃ মোতাহির আলী সুহেল
সিনিয়র সদস্য
যুক্তরাজ্য যুবলীগ
প্রধান উপদেষ্টা
বালাগঞ্জ উপজেলা জয়বাংলা সমাজ কল্যাণ সংঘ।

অসহায় মানুষের পাশে দাড়ানোই ঈদ

বিপন্ন মানুষের
পাশে দাঁড়ানোই
প্রকৃত ঈদ
বাংলাদেশে ঈদ
উল-আজহা শনিবার৷
অথচ উত্তরাঞ্চলের
বন্যাদুর্গতরা এখনো
ঘরে ফিরতে
পারেননি৷ ওদিকে
নির্যাতনের মুখে
মিয়ানমারের
রাখাইন থেকে
বাংলাদেশে
পালিয়ে এসেছে,
আসছে রোহিঙ্গরা৷
আছে রাজনীতির
সংকটও৷ তাহলে
কেমন হচ্ছে এবারের
ঈদ?
সংগীতশিল্পী
রেজওয়ানা চৌধুরী
বন্যার কথায় স্পষ্ট
হয়েছে কোরবানির
ত্যাগের মূল উদ্দেশ্য৷
তিনি এই ত্যাগকে
দেখছেন মানবতার জন্য
দুর্গতদের জন্য,
নির্যাতিতদের জন্য
ত্যাগ হিসেবে৷ তিনি
বলেন, ‘‘এই ঈদে
বিলাসিতা করা যাবে
না, বরং খরচ কমাতে
হবে৷ খরচ কমিয়ে, টাকা
বাঁচিয়ে, তা দিয়ে
বন্যাদুর্গত এবং
রোহিঙ্গাদের সহায়তা
করা উচিত৷ এটাই হবে
সবচেয়ে বড়
‘স্যাকরিফাইস'৷
আমাদের এই ঈদে
মানবতার পাশে
দাঁড়াতে হবে৷''
চিত্রনায়ক ইমনের
কথায় ঈদ উল-আজহার
প্রকৃত দিকটি ফুটে
উঠেছে৷ তিনি বলেছেন,
‘‘দেশে ভয়াবহ বন্যা
হয়েছে৷ আমি ব্যক্তি
ইমন হিসেবে বলতে চাই
যে, সবাই মিলে আসুন
আমরা বন্যাকবলিত
মানুষের পাশে দাঁড়াই৷
এটা আমাদের নৈতিক
দায়িত্ব৷ এখন অনেক
জায়গায় পানি হয়ত
নেমে যাবে৷ কিন্তু মূল
‘ক্রাইসিস' এখনও
আমাদের মোকাবিলা
করতে হবে৷ কারণ
নানারকম রোগ-
বালাইয়ের প্রকোপ শুরু
হবে এবার৷''
ইমন আরো বললেন,
‘‘এটা কোরবানির ঈদ৷
আর আপনার পাশেই
কিন্তু বন্যাদুর্গত
রয়েছে৷ তাই একটু
মানবিক হতে হবে
আমাদের৷ আপনি
কোরবানি দেবেন,
কিন্তু তাঁদের জন্যও
যদি কোরবানির
মাংসের একটু ব্যবস্থা
করতে পারেন, আমি
নিশ্চিত এরচেয়ে সুন্দর
কোরবানির ঈদ আর হবে
না৷''
সম্মিলিত সাংস্কৃতিক
জোটের সভাপতি
গোলাম কুদ্দুস বলেন,
‘‘ঈদ একটা ধর্মীয় উৎসব৷
এটা যাঁরা পালন করেন,
তাঁরা তো ধর্মীয়
রীতিতে পালন করবেন৷
কিন্তু এবার দেশের
বন্যাদূর্গতদের জন্যও
আমাদের নাগরিকদের
কিছু করার আছে৷
তাঁদের কথা মনে রেখে
তাঁদের পাশেও যেন
আমরা দাঁড়াই৷ এছাড়া
নির্যাতিত
রোহিঙ্গাদের জন্য
সরকার করছে৷ সরকার
যেন সহায়তার জন্য
আন্তর্জাতিক অঙ্গনে
চাপ সৃষ্টি করে৷''
বিএনপি-র
চেয়ারপার্সনের
উপদেষ্টা
শামসুজ্জামান দুদু
বলেন, ‘‘বন্যাদুর্গতরা
মানবেতর জীবনযাপন
করছেন৷ সরকারি
সহায়তা নেই বললেই
চলে৷ মিয়ানমারে
অমানবিক নির্যাতনের
শিকার হচ্ছেন
রোহিঙ্গা মুসলমানরা৷
তাঁদের আমরা মানবিক
আশ্রয়ও দিতে চাইছি
না৷ তার ওপর
রাজনীতিও এখন রুদ্ধ
হয়ে পড়েছে৷
ষোড়শ সংশোধনী
বাতিলের রায় নিয়ে
দেশে এক অদ্ভুত
পরিস্থিতি বিরাজ
করছে৷ এবারের ঈদে
তাই উৎসব নেই৷ আছে
বিষণ্ণতা আর
মানবতার কান্না৷
দেশের মানুষ ভালো
নাই৷ তারপরও বলছি
আমরা যেন সবাই দুর্গত,
নির্যাতিতদের পাশে
দাঁড়াই এই কোরবানির
ঈদে৷ তাহলেই
কোরবানির মূল উদ্দেশ্য
সফল হবে৷''
আওয়ামী লীগের যুগ্ম
সম্পাদক মাহবুবুল আলম
হানিফ বলেন,
‘‘বন্যাদুর্গতদের
সহয়তার জন্য সরকার
সাধ্যমত করছে৷ এবার
আমারা সারা দেশের
নেতা-কর্মীদের বলেছি
যে, তাঁরা যার যার
এলকায় যেন অসহায়,
দুর্গত ও বিত্তহীন
মানুষকে সঙ্গে নিয়ে
ঈদ করেন৷ কেউ যেন
ঈদের আনন্দ থেকে
বঞ্চিত না হয়৷
নির্যাতিত
রোহিঙ্গাদের প্রতি
মানবিক আচরণের
নির্দেশ দিয়েছেন
প্রধানমন্ত্রী নিজেও৷
আন্তর্জাতিক সম্প্রদায়
যাঁরা মানবাধিকারের
কথা বলেন, তাঁদেরও
এগিয়ে আসা উচিত৷''
এবার কোরবানির ঈদে
ছুটি পাননি ঢাকার
কারওয়ান বাজারে
শুক্রবার দুপুরে
দায়িত্বরত ট্রাফিক
সার্জেন্ট হাবিবুর
রহমান৷ তাঁর বাড়ি
দিনাজপুরে৷ তিনি
বলেন, ‘‘এবার ছুটি
পাইনি সেজন্য মনে কষ্ট
আছে৷
কিন্তু বন্যাদুর্গত আর
রোহিঙ্গাদের কথা
মনে পড়লে আর কষ্ট
থাকে না৷ আমাদের
দিনাজপুরে বন্যা
হয়েছে৷ অনেক পরিবার
যারা আগে কোরবানি
দিত, তারা এবার
কোরবানি দিতে
পারছে না৷ আমাদের
সবার উচিত তাঁদের
পাশে দাঁড়ানো৷''
এদিকে ঈদের আগেই
বন্যাদুর্গতদের পাশে
দাঁড়ানোর আহ্বান
জানিয়েছেন
ক্রিকেটার মুশফিকুর
রহিম৷ তিনি ফেসবুকে
এক ভিডিও বার্তায়
বলেছেন, ‘‘আমি
বন্যার্তদের পাশে
দাঁড়ানোর প্রতিজ্ঞা
নিয়েছি৷ আমি
আপনাদের অনুরোধ করব,
আপনারাও
আর্থিকভাবে অথবা
ত্রাণ সহায়তা দিয়ে
বা যেভাবেই হোক,
তাঁদের পাশে এসে
দাঁড়ান৷

প্রবাসী যুবলিগ নেতা আলাউদ্দিন রিপনের ঈদ শুভেচ্ছা।

ঈদ বার্তা:

আবারো সেই ত্যাগের মহা
আনন্দের দিনপবিত্র ঈদ-উল-
আযহা, ঈদ মোবারক। সমগ্র
পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী
ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের
বার্তা বয়ে নিয়ে এসেছে। দেশ
বিদেশে অবস্থানকারী
বালাগঞ্জ-বিশ্বনাথ ও
ওসমানীনগরবাসী  প্রবাসী 
সহ আমার পক্ষ
থেকেসবাইকে পবিত্র ঈদের
শুভেচ্ছা “ঈদ মোবারক”।
ঈদের খুশি আপনাদের-আমাদের
সবার জীবনে মহান
আল্লাহতায়ালা পূণর্তা দান করুন
এই দোয়া করি। পবিত্র ঈদ-উল-
আযহা সবার জীবনে বয়ে আনুক
অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।
বছরের প্রতিটি দিন যেন হয়
ঈদের দিনের ন্যায় আনন্দময়,
সেই সাথে ত্যাগেরও এই শুভ
প্রত্যায়ে আবারও ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে:
মোঃ আলাউদ্দিন রিপন
সিনিয়র সহ সভাপতি
যুক্তরাজ্য বেলফাস্ট যুবলীগ
উপদেষ্টা
বালাগঞ্জ উপজেলা জয়বাংলা সমাজ কল্যাণ সংঘ।

রোহিঙ্গা ইসুতে বাংলাদেশি দালাল মিডিয়া কে শিক্ষা,

রোহিঙ্গা ইস্যুতে
বাংলাদেশি
দালাল মিডিয়াকে
শিক্ষা দিলো
নিউইয়র্ক টাইমস!

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের দালাল
মিডিয়া সরকার আর
হিন্দুত্ববাদীদের দালালি করে
আসছে বহু আগে থেকে।
বর্তমানে রোহিঙ্গাদের মতো
বিশ্বের সবেচেয়ে নিপীড়িত
জাতিগোষ্ঠির মানুষদের জন্য
তাদের দালালি আপাতত
স্থগিত রাখতে পারতো। কিন্তু
রাখছে না দালালরা।
গত তিন দিন ধরে নাফ নদীতে
একাধিক নৌকা ডুবে মারা
গেছে অর্ধশতাধিক রোহিঙ্গা
নারী-শিশু। এ নিয়ে বিদেশি
মিডিয়ায় তোলপাড় চলছে।
কিন্তু বাংলাদেশি দালাল
মিডিয়া রিপোর্ট করছে সরকার
ও হিন্দুত্ববাদী রেসিস্ট কিছু
সেকুলারের মন বুঝে।
গত তিন দিনে প্রথম আলো,
ডেইলি স্টার, সমকাল, যুগান্তর,
কালের কণ্ঠসহ কোনো
উল্লেখযোগ্য টেলিভিশন
চ্যানেলে পানিতে ডুবে মরা
মানুষের লাশ দেখানো হয়নি।
লাশ দেখালে না-জানি
বেজার হয়ে যায় হিন্দুত্ববাদী
হাসিনার সরকার। গত কয়েক
বছর ধরে হাসিনাকে বিপাকে
ফেলে এমন কোনো মর্মান্তিক
ছবি ছাপানো বা প্রকাশ করা
হয় না বাংলাদেশের
মিডিয়ায়।
রোহিঙ্গাদের কষ্টের
মর্মান্তিক ছবি ছাপা হলে
হাসিনার ওপর চাপ বাড়বে
তাদেরকে আশ্রয় দেয়ার।
সাধারণ মানুষ উস্কে উঠবে
রোহিঙ্গাদের পক্ষে। কিন্তু
ভারত তো এটা চায় না। ভারত
চায় রোহিঙ্গারা মিয়ানমারে
খুন হউক। এটা ভারত সরকার
বিবৃতি দিয়েই জানিয়েছে
পরোক্ষভাবে। ক’দিন আগে
মিয়ানমার সরকারের পক্ষে
বিবৃতি দিয়েছে মোদির
পররাষ্ট্র মন্ত্রণালয়।
মর্মান্তিক ছবি না ছাপানোর
জন্য বাংলাদেশের দালাল
সাংবাদিকরা যুক্তি দেন,
এগুলো দেখলে মানুষের সমস্যা
হয়। এত মর্মান্তিক ছবি
দেখানো সাংবাদিকতার
নীতিমালা অনুযায়ী ঠিক না
ইত্যাদি!
কিন্তু নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি দালাল
মিডিয়াকে শিক্ষা দিল যে,
যে বর্বরতা ও নির্মমতার ছবি
তুলে ধরলে খুনিরা এবং খুনির
সহযোগীরা চাপের মুখে পড়ে
খুন বন্ধের সম্ভাবনা আছে সেই
ছবি নির্মম হলেও ছাপাতে হয়।
আজ নিউইয়র্ক টাইমস রোহিঙ্গা
শিশুদের লাশের সারির ছবি
ছাপিয়েছে তাদের
প্রতিবেদনে।
তাও যদি শিক্ষা নেয়
বাংলাদেশের দালাল মিডিয়া।

ছাত্রলীগ নেতা জাহেদ রিপনের ঈদ শুভেচ্ছা।

ঈদ  বার্তা:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় বালাগঞ্জ 
ওসমানীনগর ও সিলেটবাসী,
প্রবাসীসহ আওয়ামী পরিবারের
নেতা কর্মীদের জানাই ঈদের
শুভেচ্ছা। “ঈদ মোবারক” ঈদুল
আযহা সকলের জীবনকে করে তুলুক
আনন্দময় এই কামনা করি। ঈদ
সবার জীবনে বয়ে আনুক সুখ-
শান্তি ও সমৃদ্ধি, তৈরী করুক
মেলবন্ধব। আর্তমানবতার
সার্বিক উন্নয়নে এগিয়ে এসে
সমাজে শান্তি, সম্প্রীতি ও
সোহার্দ্য প্রতিষ্ঠায়
আমাদেরকে সচেষ্ট হতে হবে।
শুভেচ্ছান্তেঃ-  জাহেদ রিপন, সাধারণ  সম্পাদক  বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগ।  প্রতিষ্টাতা সাধারণ  সম্পাদক, জয়বাংলা সমাজ কল্যাণ সংঘ।

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...