মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

কলেজ ছাত্রী ধর্ষন!

পাঁচ বন্ধু মিলে কলেজছাত্রীকে ধর্ষণ
06 Sep, 2017
কুড়িগ্রামের রাজিবপুরে এক
কলেজছাত্রীকে একটি বাসায় আটকে
রেখে ধর্ষণ করেছে বলে অভিযোগ
পাওয়া গেছে। মেয়েটিকে প্রথমে
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে
অবস্থার অবনতি ঘটলে চিকিত্সকরা
তাকে দ্রুত জামালপুর মেডিকেল
কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঙ্গলবার বিকালে উপজেলার
কাচারি পাড়া গ্রামে একটি
বাড়িতে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, কাচারিপাড়া গ্রামের
মাহবুবুর রহমানের পুত্র খোরশেদ
আলী অল্প কয়েকদিন ধরে ওই
কলেজছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে
প্রেমের ফাঁদ তৈরি করে। এ
সম্পর্কের সূত্র ধরে মোবাইল ফোনে
মেয়েটিকে ডেকে আনে খোরশেদ
আলী। এরপর পরিকল্পিত ভাবে তার
বন্ধু একই গ্রামের আরিফুল ইসলাম
বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে
খোরশেদ আলী ও তার ৫ বন্ধু মিলে
মেয়েটির মুখে কাপড় বেঁধে
পালাক্রমে ধর্ষণ করে। অবস্থা
বেগতিক দেখে খোরশেদ আলীর দুই
বন্ধু আলামিন ও আরিফুল ইসলাম
দু’জনে মেয়েটিকে রাজিবপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি
বিভাগে রেখে পালিয়ে যায় তারা।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের মেডিকেল অফিসার
বিপাশা রায় বলেন, ধর্ষিতার প্রচুর
রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি
ঘটেছে। উন্নত চিকিত্সা ও ডাক্তারি
পরীক্ষার জন্য মেয়েটিকে
জামালপুরে পাঠানো হয়েছে।
উৎসঃ mzamin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...