বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

মুসলিম হওয়ায় শান্তিপ্রিয় রোহিঙ্গাদের উপর নির্যাতনের স্টিম রোলার,পোপ।

মুসলমান হওয়ার কারণেই শান্তিপ্রিয়
রোহিঙ্গাদের ওপর নিপীড়ন : পোপ
07 Sep, 2017
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর
নিপীড়নের ঘটনায় নিন্দা
জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি
বলেছেন, ‘তারা (রোহিঙ্গা) ভালো
মানুষ। তারা শান্তিপ্রিয়। খ্রিস্টান
না হলেও তারা আমাদের ভাই। যুগ
যুগ ধরে তারা নিপীড়নের শিকার
হয়ে আসছে।’ ভ্যাটিকান রেডিওকে
দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা
বলেন পোপ।
সাক্ষাতকারে পোপ বলেন, শুধুমাত্র
মুসলিম হওয়ার কারণে আজ
রোহিঙ্গাদের উপর নির্যাতন করা
হচ্ছে, হত্যা করা হচ্ছে তাদের। গত
মাসে রাখাইনে রোহিঙ্গা
বিদ্রোহী ও সামরিক বাহিনীর
সংঘর্ষে সেনাসূত্রের দাবি অনুযায়ী
১০৪ জন নিহত হন। এতে আরও বিস্তৃত
হয় সেনা-অভিযান।
গত বছর অক্টোবরে একবার সামরিক
অভিযান থেকে বাঁচতে হাজার
হাজার রোহিঙ্গা বাংলাদেশে
পালিয়ে আসে। এখনও সামরিক
অভিযানে সহিংসতা ও হত্যাকান্ড
চলমান থাকায় আন্তর্জাতিক চাপের
মুখে পড়েছেন দেশটির ডি ফ্যাক্টো
নেতা অং সান সু চি। নোবেল জয়ী
এই নেতা ও তার সরকারের
সমালোচনা করছেন জাতিসংঘ,
মুসলিম রাষ্ট্র প্রধানরা। সমালোচনা
ও সতর্ক করেছেন যুক্তরাজ্যের
পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। স্ত্রূ :
রেডিও ফ্রি এশিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...