বিপন্ন মানুষের
পাশে দাঁড়ানোই
প্রকৃত ঈদ
বাংলাদেশে ঈদ
উল-আজহা শনিবার৷
অথচ উত্তরাঞ্চলের
বন্যাদুর্গতরা এখনো
ঘরে ফিরতে
পারেননি৷ ওদিকে
নির্যাতনের মুখে
মিয়ানমারের
রাখাইন থেকে
বাংলাদেশে
পালিয়ে এসেছে,
আসছে রোহিঙ্গরা৷
আছে রাজনীতির
সংকটও৷ তাহলে
কেমন হচ্ছে এবারের
ঈদ?
সংগীতশিল্পী
রেজওয়ানা চৌধুরী
বন্যার কথায় স্পষ্ট
হয়েছে কোরবানির
ত্যাগের মূল উদ্দেশ্য৷
তিনি এই ত্যাগকে
দেখছেন মানবতার জন্য
দুর্গতদের জন্য,
নির্যাতিতদের জন্য
ত্যাগ হিসেবে৷ তিনি
বলেন, ‘‘এই ঈদে
বিলাসিতা করা যাবে
না, বরং খরচ কমাতে
হবে৷ খরচ কমিয়ে, টাকা
বাঁচিয়ে, তা দিয়ে
বন্যাদুর্গত এবং
রোহিঙ্গাদের সহায়তা
করা উচিত৷ এটাই হবে
সবচেয়ে বড়
‘স্যাকরিফাইস'৷
আমাদের এই ঈদে
মানবতার পাশে
দাঁড়াতে হবে৷''
চিত্রনায়ক ইমনের
কথায় ঈদ উল-আজহার
প্রকৃত দিকটি ফুটে
উঠেছে৷ তিনি বলেছেন,
‘‘দেশে ভয়াবহ বন্যা
হয়েছে৷ আমি ব্যক্তি
ইমন হিসেবে বলতে চাই
যে, সবাই মিলে আসুন
আমরা বন্যাকবলিত
মানুষের পাশে দাঁড়াই৷
এটা আমাদের নৈতিক
দায়িত্ব৷ এখন অনেক
জায়গায় পানি হয়ত
নেমে যাবে৷ কিন্তু মূল
‘ক্রাইসিস' এখনও
আমাদের মোকাবিলা
করতে হবে৷ কারণ
নানারকম রোগ-
বালাইয়ের প্রকোপ শুরু
হবে এবার৷''
ইমন আরো বললেন,
‘‘এটা কোরবানির ঈদ৷
আর আপনার পাশেই
কিন্তু বন্যাদুর্গত
রয়েছে৷ তাই একটু
মানবিক হতে হবে
আমাদের৷ আপনি
কোরবানি দেবেন,
কিন্তু তাঁদের জন্যও
যদি কোরবানির
মাংসের একটু ব্যবস্থা
করতে পারেন, আমি
নিশ্চিত এরচেয়ে সুন্দর
কোরবানির ঈদ আর হবে
না৷''
সম্মিলিত সাংস্কৃতিক
জোটের সভাপতি
গোলাম কুদ্দুস বলেন,
‘‘ঈদ একটা ধর্মীয় উৎসব৷
এটা যাঁরা পালন করেন,
তাঁরা তো ধর্মীয়
রীতিতে পালন করবেন৷
কিন্তু এবার দেশের
বন্যাদূর্গতদের জন্যও
আমাদের নাগরিকদের
কিছু করার আছে৷
তাঁদের কথা মনে রেখে
তাঁদের পাশেও যেন
আমরা দাঁড়াই৷ এছাড়া
নির্যাতিত
রোহিঙ্গাদের জন্য
সরকার করছে৷ সরকার
যেন সহায়তার জন্য
আন্তর্জাতিক অঙ্গনে
চাপ সৃষ্টি করে৷''
বিএনপি-র
চেয়ারপার্সনের
উপদেষ্টা
শামসুজ্জামান দুদু
বলেন, ‘‘বন্যাদুর্গতরা
মানবেতর জীবনযাপন
করছেন৷ সরকারি
সহায়তা নেই বললেই
চলে৷ মিয়ানমারে
অমানবিক নির্যাতনের
শিকার হচ্ছেন
রোহিঙ্গা মুসলমানরা৷
তাঁদের আমরা মানবিক
আশ্রয়ও দিতে চাইছি
না৷ তার ওপর
রাজনীতিও এখন রুদ্ধ
হয়ে পড়েছে৷
ষোড়শ সংশোধনী
বাতিলের রায় নিয়ে
দেশে এক অদ্ভুত
পরিস্থিতি বিরাজ
করছে৷ এবারের ঈদে
তাই উৎসব নেই৷ আছে
বিষণ্ণতা আর
মানবতার কান্না৷
দেশের মানুষ ভালো
নাই৷ তারপরও বলছি
আমরা যেন সবাই দুর্গত,
নির্যাতিতদের পাশে
দাঁড়াই এই কোরবানির
ঈদে৷ তাহলেই
কোরবানির মূল উদ্দেশ্য
সফল হবে৷''
আওয়ামী লীগের যুগ্ম
সম্পাদক মাহবুবুল আলম
হানিফ বলেন,
‘‘বন্যাদুর্গতদের
সহয়তার জন্য সরকার
সাধ্যমত করছে৷ এবার
আমারা সারা দেশের
নেতা-কর্মীদের বলেছি
যে, তাঁরা যার যার
এলকায় যেন অসহায়,
দুর্গত ও বিত্তহীন
মানুষকে সঙ্গে নিয়ে
ঈদ করেন৷ কেউ যেন
ঈদের আনন্দ থেকে
বঞ্চিত না হয়৷
নির্যাতিত
রোহিঙ্গাদের প্রতি
মানবিক আচরণের
নির্দেশ দিয়েছেন
প্রধানমন্ত্রী নিজেও৷
আন্তর্জাতিক সম্প্রদায়
যাঁরা মানবাধিকারের
কথা বলেন, তাঁদেরও
এগিয়ে আসা উচিত৷''
এবার কোরবানির ঈদে
ছুটি পাননি ঢাকার
কারওয়ান বাজারে
শুক্রবার দুপুরে
দায়িত্বরত ট্রাফিক
সার্জেন্ট হাবিবুর
রহমান৷ তাঁর বাড়ি
দিনাজপুরে৷ তিনি
বলেন, ‘‘এবার ছুটি
পাইনি সেজন্য মনে কষ্ট
আছে৷
কিন্তু বন্যাদুর্গত আর
রোহিঙ্গাদের কথা
মনে পড়লে আর কষ্ট
থাকে না৷ আমাদের
দিনাজপুরে বন্যা
হয়েছে৷ অনেক পরিবার
যারা আগে কোরবানি
দিত, তারা এবার
কোরবানি দিতে
পারছে না৷ আমাদের
সবার উচিত তাঁদের
পাশে দাঁড়ানো৷''
এদিকে ঈদের আগেই
বন্যাদুর্গতদের পাশে
দাঁড়ানোর আহ্বান
জানিয়েছেন
ক্রিকেটার মুশফিকুর
রহিম৷ তিনি ফেসবুকে
এক ভিডিও বার্তায়
বলেছেন, ‘‘আমি
বন্যার্তদের পাশে
দাঁড়ানোর প্রতিজ্ঞা
নিয়েছি৷ আমি
আপনাদের অনুরোধ করব,
আপনারাও
আর্থিকভাবে অথবা
ত্রাণ সহায়তা দিয়ে
বা যেভাবেই হোক,
তাঁদের পাশে এসে
দাঁড়ান৷
শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
অসহায় মানুষের পাশে দাড়ানোই ঈদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সূরায়ে ফাতিহা!
সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...

-
রাষ্ট্রদ্রোহী ও ধর্মদ্রোহী ফরহাদ মজহার জুলাই ১৮, ২০১৭ 41 সম্পাদনা: মিয়া মোহাম্মদ হেলাল ফরহাদ মজহার ১৯৭২ সাথে কবি হুমায়ুন কবীর হত্যাকা...
-
রাকিব হাসান: রমজান শেষ। চলছে শাওয়াল মাস। কওমি মাদরাসার ছাত্রদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল ম...
-
ঈদ বার্তা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় বালাগঞ্জ ওসমানীনগর ও সিলেটবাসী, প্রবাসীসহ আওয়ামী পরিবারের নেতা কর্মীদের জানাই ঈদের শুভেচ্ছা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন