শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা ইসুতে বাংলাদেশি দালাল মিডিয়া কে শিক্ষা,

রোহিঙ্গা ইস্যুতে
বাংলাদেশি
দালাল মিডিয়াকে
শিক্ষা দিলো
নিউইয়র্ক টাইমস!

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের দালাল
মিডিয়া সরকার আর
হিন্দুত্ববাদীদের দালালি করে
আসছে বহু আগে থেকে।
বর্তমানে রোহিঙ্গাদের মতো
বিশ্বের সবেচেয়ে নিপীড়িত
জাতিগোষ্ঠির মানুষদের জন্য
তাদের দালালি আপাতত
স্থগিত রাখতে পারতো। কিন্তু
রাখছে না দালালরা।
গত তিন দিন ধরে নাফ নদীতে
একাধিক নৌকা ডুবে মারা
গেছে অর্ধশতাধিক রোহিঙ্গা
নারী-শিশু। এ নিয়ে বিদেশি
মিডিয়ায় তোলপাড় চলছে।
কিন্তু বাংলাদেশি দালাল
মিডিয়া রিপোর্ট করছে সরকার
ও হিন্দুত্ববাদী রেসিস্ট কিছু
সেকুলারের মন বুঝে।
গত তিন দিনে প্রথম আলো,
ডেইলি স্টার, সমকাল, যুগান্তর,
কালের কণ্ঠসহ কোনো
উল্লেখযোগ্য টেলিভিশন
চ্যানেলে পানিতে ডুবে মরা
মানুষের লাশ দেখানো হয়নি।
লাশ দেখালে না-জানি
বেজার হয়ে যায় হিন্দুত্ববাদী
হাসিনার সরকার। গত কয়েক
বছর ধরে হাসিনাকে বিপাকে
ফেলে এমন কোনো মর্মান্তিক
ছবি ছাপানো বা প্রকাশ করা
হয় না বাংলাদেশের
মিডিয়ায়।
রোহিঙ্গাদের কষ্টের
মর্মান্তিক ছবি ছাপা হলে
হাসিনার ওপর চাপ বাড়বে
তাদেরকে আশ্রয় দেয়ার।
সাধারণ মানুষ উস্কে উঠবে
রোহিঙ্গাদের পক্ষে। কিন্তু
ভারত তো এটা চায় না। ভারত
চায় রোহিঙ্গারা মিয়ানমারে
খুন হউক। এটা ভারত সরকার
বিবৃতি দিয়েই জানিয়েছে
পরোক্ষভাবে। ক’দিন আগে
মিয়ানমার সরকারের পক্ষে
বিবৃতি দিয়েছে মোদির
পররাষ্ট্র মন্ত্রণালয়।
মর্মান্তিক ছবি না ছাপানোর
জন্য বাংলাদেশের দালাল
সাংবাদিকরা যুক্তি দেন,
এগুলো দেখলে মানুষের সমস্যা
হয়। এত মর্মান্তিক ছবি
দেখানো সাংবাদিকতার
নীতিমালা অনুযায়ী ঠিক না
ইত্যাদি!
কিন্তু নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি দালাল
মিডিয়াকে শিক্ষা দিল যে,
যে বর্বরতা ও নির্মমতার ছবি
তুলে ধরলে খুনিরা এবং খুনির
সহযোগীরা চাপের মুখে পড়ে
খুন বন্ধের সম্ভাবনা আছে সেই
ছবি নির্মম হলেও ছাপাতে হয়।
আজ নিউইয়র্ক টাইমস রোহিঙ্গা
শিশুদের লাশের সারির ছবি
ছাপিয়েছে তাদের
প্রতিবেদনে।
তাও যদি শিক্ষা নেয়
বাংলাদেশের দালাল মিডিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...