সারাদেশে শীর্ষে সিলেট

সারা দেশের খারাপ ফল করেছে কুমিল্লা শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে এবার পাসের হার সব থেকে কম ৪৯ম দশমিক ৫২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৭৮ জন শিক্ষার্থী।
এইচএসসিতে ৮টি বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২শ’ ৪৮২ জন। মাদরাসা বোর্ডের পাসের হার ৭৭ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮শ ১৫ জন। কারিগরি পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬শ’ ৬৯ জন।
চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৬১ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩শ’ ৯১৪ জন। দিনাজপুর বোর্ডের পাসের হার ৬৫ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯৮৭ জন। রাজশাহী বোর্ডের পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫২৯৪ জন।
বরিশাল বোর্ডের পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন।
সিলেট বোর্ডের পাসের হার ৭২ দশমিক ০০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭০০ জন। কুমিল্লা বোর্ডের পাসের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬শ ৭৮ জন। যশোর বোর্ডের পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪শ ৪৭ জন। ঢাকা বোর্ডের পাসের হার ৬৯ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৯শ ৩০ জন।
উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির লিখিত এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন