রবিবার, ২৩ জুলাই, ২০১৭

৭২ শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল



৭২ শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সবাই ফেল করেছে- এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৭টি। আর শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের থেকে ৩১৬টি কমেছে।
মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের কারণে এসএসসির মত এবার এইচএসসিতেও ফল বিপর্যয় ঘটেছে। পাসের হার গতবারের ৭৪ দশমিক ৭০ শতাংশ থেকে কমে হয়েছে ৬৮ দশমিক ৯১ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০ হাজার ৩০৭ জন।
ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গত বছর এ সংখ্যা ছিল ৮৪৮টি। আর ২০১৫ সালে এক হাজার ১৩৩টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।
অন্যদিকে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার এইচএসসি পাস করতে পারেনি। গতবছর এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৫টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...