রবিবার, ২৩ জুলাই, ২০১৭

ইউএনওকে জেলহাজতে প্রেরণের ঘটনায় ৬ পুলিশ প্রত্যাহার

ইউএনওকে জেলহাজতে প্রেরণের ঘটনায় ৬ পুলিশ প্রত্যাহার

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ
Gazi Tariq Salman UNOবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির মামলায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিক সালমনকে জেলহাজতে পাঠানোর সময় আদালতে দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে এ নির্দেশ জারি করা হয়।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনষ্টেবল রয়েছেন।
গত ১৯ জুলাই এই পুলিশ সদস্যরা বরগুনা সদরের ইউএনও তারিক সালমনকে মানহানির মামলায় জামিন না দিয়ে হাজতে পাঠানোর সময় আদালতে দায়িত্ব পালন করছিলেন। তাঁদের বিরুদ্ধে ইউএনওকে হাতকড়া পরিয়ে টেনেহিঁচড়ে আদালত থেকে হাজতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার এস এম রুহুল আমিন অবশ্য এই অভিযোগ স্বীকার করেননি।
শনিবার ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশেও তেমন কোনো কিছুর উল্লেখ নেই। এ বিষয়ে বিএমপির সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, প্রশাসনিক কারণে ছয় পুলিশকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
গত ৭ জুন ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে আদালতে মামলা করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহ সাজু। মামলার আরজিতে অভিযোগ করা হয়, জেলার আগৈলঝাড়া উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্কিৃত করে ছাপা হয়েছে। বঙ্গবন্ধুর বিকৃত ছবি দেখে মর্মাহত হয়ে তিনি পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করেন।
মামলায় বিবাদী ইউএনও গাজী তারিক সালমনকে সমন দেওয়া হয়। গত বুধবার বেলা ১১টার দিকে আদালতে হাজির হন ইউএনও। তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন জেলার মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. আলী হোসাইন। প্রায় তিন ঘণ্টা পর দুপুর ২টায় আবার তাঁকে জামিনে মুক্তির নির্দেশ দেন একই বিচারক।
bdn24x7.com, বাংলাদেশনিউজ, এসএস, ২৩.০৭.২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...