আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ মঙ্গার কথা ভুলে গেছে
নিউজডেস্ক,রবিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় তার ব্যবস্থা করেছি। কৃষকদের আমরা সার, ভর্তুকি, কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি। কৃষিতে এখন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটা আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সব উন্নয়নে সব থেকে বেশি অবদান রেখে যাচ্ছে আমাদের কৃষি। ১৯৯৮ সালে বড় বন্যায় সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। আন্তর্জাতিকভাবে বলা হয়েছিল প্রায় ২ কোটি লোক মারা যাবে। কিন্তু তা হয় নাই। সেবার আমরা বীজ হেলিকপ্টারে করে পৌঁছে দিয়েছিলাম।
কৃষিখাতে সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দুধের উৎপাদন বেড়েছে। মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। শুধু দেশের চাহিদা মেটানো না, আমরা যেন বিদেশে রফতানি করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। আলু উৎপাদনে পৃথিবীর সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ। সবজি উৎপাদনে আমরা তৃতীয় অবস্থানে। তাছাড়া, বিভিন্ন নতুন নতুন ধরনের ফল গবেষণা করে আমরা উৎপাদন করছি।’
সরকার গৃহীত ১০০টি শিল্পাঞ্চলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যগুলো প্রক্রিয়াজাত করা,সংরক্ষণ করা এবং বাজারজাত করার ব্যবস্থা রেখেই কিন্তু আমরা এসব অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন