রবিবার, ২৩ জুলাই, ২০১৭

নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে বিএনপি

নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে বিএনপি

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ
Khandker Mosharrafনিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশনের পক্ষে কখনো নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সেই নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি আগামী নির্বাচনের অংশ নেবে বলেও জানান তিনি।
শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন খন্দকার মোশাররফ। জেলার ছয়টি উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা আগামী নির্বাচনে আশা করি না যে, সেই প্রশাসন আমাদের, বিএনপিকে সমর্থন করবে। আমরা চাই, তারা নিরপেক্ষ নির্বাচন করবে। আর নিরপেক্ষ যদি সরকার না থাকে, কখনো নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনার সরকারের সময়ে এটা প্রমাণিত।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা এটা জানে যে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। সেই জন্য ১৯৯৬-তে এই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল এবং আন্দোলন করেছিল। আমাদের নেত্রী সেটা উপলব্ধি করে সংবিধানে …সন্নিবেশিত করেছেন। এই শেখ হাসিনা ব্যক্তি স্বার্থে সেই তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়ে আজকে দেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করেছেন। আমরা সেটাকে আবার শৃঙ্খলার মধ্যে আনতে চাই।’
সাবেক এই মন্ত্রী আরো বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, আমরা সেটাই চাই। আমাদের বিশ্বাস, সেই নির্বাচনে আমরা বিপুলভাবে বিজয়ী হব। সেই ভয়েই আওয়ামী লীগ সেই দিকে যেতে চায় না। সেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে হবে ইনশাআল্লাহ। কারণ, সেটা আমরা কায়েম করেই নির্বাচনে অংশগ্রহণ করব, সেই লক্ষ্যে আপনাদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই।’
জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপত্বিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস ধীরেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
-এনটিভিবিডি অনলাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...