রবিবার, ২৩ জুলাই, ২০১৭

যেভাবে এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে

যেভাবে এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে

সময়ের কণ্ঠস্বর: চলতি বছর এসএসসির পর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়ও পাসের হারের বিপর্যয় ঘটেছে কুমিল্লায়। মাত্র ৪৯ দশমিক ৫২ শতাংশ পাস করেছে কুমিল্লা বোর্ডে, যা শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম।
আজ রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে দেখা যায়, এ বছর অংশগ্রহণকারীদের ৫০ শতাংশও পাস করতে পারেননি কুমিল্লা শিক্ষা বোর্ডে। কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ইংরেজিতেই ফেল করেছে ৩৮ শতাংশ শিক্ষার্থী।
এসএসসি পরীক্ষায় কোন পরীক্ষার্থী তাঁর আশানুরূপ ফলাফল না পেল নিম্নে দেওয়া সময় ও নিয়ম মোতাবেক ফলাফল পুনঃনিরীক্ষণেরল জন্য আবেদন করতে পারবেন ।
পুনঃনিরীক্ষণের আবেদনের সময়ঃচলতি মাসের (২৪ থেকে ৩০ জুলাই) ২০১৭ খ্রিঃ তারিখ পর্যন্ত
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে ফল যাচাই করার আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে।
ফিরতি এসএমএস এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আরএসসি লিখে স্পেস দিয়ে ইয়েস (yes) লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...