হবিগঞ্জে দিন দুপুরে ফ্ল্যাট বাসায় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৭ যুবক যুবতী গ্রেফতার
দিন দুপুরে ফ্ল্যাট বাসায় দেহ ব্যবসার অভিযোগে ৪ যুবতী ও ৩ যুবককে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
রবিবার (২২ জুলাই) দুপুরে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বশীর ভিলা একটি ভাড়া বাসা থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৭জন যুবক যুবতীকে আটক করেছে পুলিশ।
বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে শহরের বিভিন্ন প্রান্তের খদ্দের যোগান দিয়ে আসছিল ঢাকা উত্তরা আজিমপুরের রেজাউল করিম তার সহযোগী মুন্নী আক্তার। তারা দুজনে উঠতি বয়সের যুবতী নিয়ে ওই বাসা ভাড়া করে বসবাস ও অনৈতিক কাজ চালিয়ে আসছিল।
গোপণ সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র হাজরা, এসআই অরুপ কুমার চৌধুরী, এসআই মোস্তাক, এএসআই হরিধন, এএসআই সৌরভ এএসআই আব্দুল হাকিম, এএসআই অমিতা সহ একদল পুলিশ নিউ মুসলিম কোয়ার্টারের ওই বশীর ভিলা’য় অভিযান চালায়।
এদিকে, বিকালে পুলিশ আটক খদ্দের ও যৌনকর্মীদের কে হবিগঞ্জ কোর্টে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা অভিযুক্ত ৪ যৌনকর্মীক ১৫ দিনের কারাদণ্ড ও ৩ খদ্দের কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। পরে পুলিশ দন্ডিতদের জেল হাজতে প্রেরন করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন