দালালদের খপ্পরে নশিপুর'র বিদ্যুৎ গ্রাহকরা।
বালাগঞ্জ প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জ উপজেলাধীন ২নং বোয়াজুর ইউপির ২নং ওয়ার্ডের নশিপুর গ্রাম প্রায় ৩০০শত পরিবারের বসবাস, চ্রিথ্রর রঞ্জন ও কবিতা রাণির স্বপ্ন ছিল অস্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ে নন্দিতা(১২) হারিকেন ছেড়ে বিদ্যুৎর আলোয় হাসি খুশি করে পড়া,লেখা করবে,সেই স্বপ্ন বুকে নিয়ে, বিদ্যুৎতের কানেকশনেরর জন্য গ্রামের কিছু লোকের সাথে কথা বলে এক পর্যায়ে তারা খেঠেখাওয়া (রোজকামলা)অসহায়, প্রায়৬০পরিবার এক হয়ে,যখন বিদ্যুৎ এর জন্য কথাবলাশুরু হয় তখন গ্রামের মাতব্বর শ্রেনির, লোকদের নজরে আসে, আর তখনই ফন্দীবাজ, সুকুময় শুত্রধর,পিতা মৃত্য দ্রেব্রন্দ শুত্রধর,ও তাদের হেড অফ কমান্ড, কাজল পাল,অসহায় এই ৬০পরিবারের কর্তাব্যক্তি দের সাথে পল্লিবিদ্যুৎ র মিটার সংযোগ দেওয়ার কথা বলে,সুকুময়র মাধ্যম কাজল পালের,কাছে
২ হাজার টাকা করে ১লক্ষ বিশহাজার টাকা, (২০০০*৬০=১২০০০০৳)
দেওয়া হয়,এবং টাকা নেওয়ার সময়, একমাসের মধ্য মিটার সংযোগ, দেওয়ার কথা থাকলে ও প্রায় দেড় বছর হয়েগেল তারিখ বার বার করেও কোন সুফল হয়নাই উল্টো তাদেরকে হুমকি দেওয়া হয় যে চেয়ারম্যান/মেম্বার কে বিষয়টি জানালে তাদের কে মামলা হামলার ভয় দেখানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকব্যাক্তি অভিযোগ করেন, এই এলাকায় শুধু কাজল পাল নয় রয়েছে সাবেক মেম্বার আনহার মিয়া সহ আরও অনেক দালাল, কমশিক্ষিত, গরিব ও অভাব অনটন নিত্যদিনের সঙ্গি এ মানুষদের,কারউপর চোঁখ তুলে কথা বলতে না পারায়, শাসক শ্রেনির লোকদের কাছে শোষনের স্বিকার হচ্ছে, সরেজমিন গিয়ে দেখাযায় নুন আনতে পান্তা ফুরায় এই লোকদের অসহায়ত্ব করুন চিত্র,মরার উপরে খাড়ারঘা,বন্যাদুর্গত, ঘরবাড়ি, এর উপরে দালালদের খপ্পর,
এব্যাপারে ইউপি সদ্যস নজরুল ইসলামের সাথে ফোন করলে, তিনি বলেন এ বিষয়ে আমার কিছু জানা নেই।
সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি১ এর আওতায় জোনাল অফিস খাশিকাপন, এর ডি.জি.এম, এর কাছে ফোন করলে তিনি জানান, এই সংক্রান্ত কোন বিষয়ে তার কাছ কেউ অভিযোগ করেননি, করলে ব্যাবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন