BDExpress
কাজিনের সাথে ভাইরাল ছবি প্রসঙ্গে যা বললেন সাব্বির!
01/জুলাই/2017, 19:54Zoombanglaছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সাম্প্রতিক ছবি নয়। দুই এক বছর আগের তোলা ছবি হবে হয়তো। প্রশ্ন অন্যখানে! ছবি দেখেই সবার প্রশ্ন- জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের সাথে মেয়েটি কে?সম্প্রতি ফেসবুকে সাব্বিরের তিনটি ছবি দেখা যায়। একটি পেজ থেকে সাব্বিরের এই তিনটি ছবি প্রকাশ করা হয়েছে। যে ছবিতে সাব্বির রহমানকে একটি মেয়ের সাথে দেখা যায়। বিভিন্ন ভঙ্গিতে তারা দু’জন ছবি তুলেছেন।তবে সেই পেইজে প্রকাশিত ছবি তিনটিতে জাতীয় দলের এই মারকুটে ব্যাটসম্যানের সাথে মেয়েটির সম্পর্কটা কী, সে বিষয়ে জানানো হয়নি। এমনকি ছবির উৎস সম্পর্কেও জানানো হয়নি। তবে ছবিগুলোর ক্যাপশনে সাব্বির রহমানকে নিয়ে খুবই বাজে মন্তব্য করা হয়েছে।এ বিষয়ে সাব্বির রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা আমার কাজিন। আমি আমার পরিবার বন্ধু বান্ধবদের সাথে ছবি তুলতেই পারি। তারা তো মেয়েও হতে পারে। এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কিছুই নেই।’এ সময় তিনি নাসিরের বিয়ষটি টেনে এনে বলেন, ‘কিছুদিন আগে নাসিরের বিষয়টা নিয়েও এমন করলো। এখন আমারটা নিয়েও যদি বাড়াবাড়ি করে তাহলে তো কিছু বলার থাকে না।’মূল সংবাদ সূত্রটি পড়তে ক্লিক করুন516793399আলোচিত খবরাখবর
শাবনূরকে যে কারনে দেশে ফিরতে হলো যা নিয়ে মিডিয়ায় তুমুল আলোচনা চলছে
Zoombangla এই মাত্র
স্বামীর ফোন না ধরায় স্ত্রীকে তালাক!
breakingbdnews24 এই মাত্র
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শরীফুলের খোলা চিঠি ফেসবুকে ভাইরাল
Zoombangla এই মাত্র
একটি পাতায় ঘুচবে বন্ধ্যাত্ব
Jugantor এই মাত্র
কে এই সর্দারনী নূরী বেগম যে মুহূর্তেই মানুষকে নিঃস্ব করে দেন
Zoombangla এই মাত্র
আরো খবরটি এখান থেকে এসেছে Zoombangla . আপনি যদি কিছু ভুল পেয়ে থাকেন বা আপনার নিজস্ব কোন মতামত থেকে থাকে তাহলে অনুগ্রহকরে আমাদের জানান! মতামত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন