শুক্রবার, ৩০ জুন, ২০১৭

ইয়াবা সহ মাদক ব্যাবসায়ি আটক।

সিলেটে র্যাবের
অভিযানে ইয়াবাসহ এক
মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক:
সিলেটের কদমতলীতে অভিযান
চালিয়ে ৩০৬ পিস ইয়াবাসহ এক
মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র্যাব।
শুক্রবার (৩০ জুন) বিকালে
কদমতলীর হূমায়ুন রশীদ চত্বর
সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজের
কাউন্টারের সামনে থেকে
তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো.
শাহেদ আলী (২২)। তিনি
সিলেটের গোলাপগঞ্জ
উপজেলার হেতিমগঞ্জের
মোসকাপুর গ্রামের মৃত সুরুজ
আলীর ছেলে।
র্যাব জানায়, আটককৃত ইয়াবার
মূল্য আনুমানিক এক লক্ষ বাইশ
হাজার চার শত টাকা। শাহেদ
আলী দীর্ঘদিন যাবৎ
সীমান্তবর্তী এলাকা থেকে
বিপুল পরিমাণ ইয়াবাসহ
বিভিন্ন প্রকার মাদক ক্রয় করে
নিজ হেফাজতে মজুদ রাখে।
পরবর্তীতে তার গড়ে তোলা
মাদক নেটওয়ার্কের মাধ্যমে
আইনশৃঙ্খলা বাহিনীর চোখের
আড়ালে ক্রয়কৃত বিভিন্ন ধরণের
মাদক সিলেট জেলার বিভিন্ন
এলাকায় বিক্রি করে।
উদ্ধারকৃত মাদক ও আটক মাদক
ব্যবসায়ীকে এসএমপি’র দক্ষিণ
সুরমা থানায় হস্তান্তর করা
হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...