বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

ফুঁসে উঠছে বালাগঞ্জ বাসী!

ফেঞ্চুগঞ্জের সাথে বালাগঞ্জ নির্বাচনীএলাকা করায় ফুসে উঠেছে বালাগঞ্জবাসী!

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলাকে সিলেট ৩ আসনের সাথে সংযুক্ত করার আদালতের রায়েরবিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংঘটন ও বালাগঞ্জের সর্বস্তরের মানুষ।
তারধারাবাহিকতা আজ বিকেলে  প্রায় ঘন্টা খানেক সড়ক অবরোধ করে প্রতিবাদি বালাগঞ্জ বাসি এতে বালাগঞ্জের সাথেসংযোগ ওসমানিনগরের তাজপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উপজেলার বোয়ালজুড় বাজারে বৃহস্পতিবার (১৫মার্চ ) বিকেল ৩ ঘটিকার সময় এলাকারসর্বস্তরের মানুষ তাজপুর- বালাগঞ্জ সড়কে টায়ার এবং গাছ জ্বালিয়ে  সিলেট ২আসনের সঙ্গে থাকার পক্ষে স্লোগান দেয়। ঘন্টাখানেক সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলচলার পর এলাকার প্রবীণ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন নেতৃবৃন্দের অনুরোধেসাময়িক ভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়।

আন্দোলনকারী অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, আমির আলী,হেলাল আহমদ, জাহাঙ্গীর আলম বিজয় সহ দলমত নির্বিশেষে বালাগঞ্জ এলাকাবাসী প্রতিবাদ জানান।
বালাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এস এম জালাল উদ্দিন ঘঠনাস্হল পরিদর্শন করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...