বুধবার, ১৪ মার্চ, ২০১৮

মা দিবসে একি করল শিক্ষার্থীরা!

মা সমাবেশে মায়েদের পা ধুয়ে
দিল শিক্ষার্থীরা
14 Mar, 2018
সিরাজগঞ্জের কামারখন্দের
বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে মা সমাবেশে ক্ষুদে
শিক্ষার্থীরা মায়েদের পা ধুয়ে
দিয়েছে।
শিক্ষার্থীদের হৃদয়ে মায়েদের
প্রতি সম্মান, ভালবাসা ও মূল্যবোধ
বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন করেছে
বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে তিন
শতাধিক শিক্ষার্থী তাদের
মায়েদের পা ধুয়ে দেন। এ সময়
আবেগপ্লুত মায়েরা সন্তানের
মাথায় হাত রেখে দোয়া করেন।
মা সমাবেশ ছাড়াও বিদ্যালয়ের ৬৪
তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির
সভাপতি আলহাজ মতিয়ার রহমান
সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান বক্তব্য রাখেন, উপজেলা
নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ
ফয়সাল উদ্দীন, মহিলা ভাইস
চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা
শিক্ষা অফিসার মোয়াজ্জেম
হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আশুতোষ সাহা প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক
প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ এবং জেএসসি,
পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত
১৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান
করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...