ওসমানিনগরে রিফাত আছিয়া
ইবতেদ্যায়ি মাদ্রাসার বই বিতরণ!
আতাউর রহমান কাওছার,স্টাফ
রিপোর্টার:
শীতের সকাল। কুয়াশার চাদরে
ঢাকা চারদিক। এর মাঝেই
ওসমানিনগরের, বুরুঙগা ই/পির
কামারগাঁও
বেলালনগরে,বেলালনগর আলহ্বাজ
রিফাত আছিয়া ক্যাডেট মাদ্রাসা'র
মাঠে একে
অপরের সাথে খুনসুঁটিতে মেতে
উঠেছে খুদে শিক্ষার্থীরা। গায়ে
ইসলামি একাডেমি'র(মাদ্রাসা)
পোশাক। চোখে মুখে আনন্দের
ছাপ। সন্তানের সঙ্গে আসা
অভিভাবকরাও মেতে উঠেছেন
আড্ডায়। একটু পর বই হাতে আসবে।
তাই স্কুল মিলনায়তনে ঢুকে পড়ার
আদেশ দিলেন শিক্ষকরা।
মিলনায়তনে সুশৃঙ্খলভাবে বসে পড়ল
শিক্ষার্থীরা। সাথে
অভিভাবকরাও।
শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেতে
উঠে বই উৎসবে।
একাডেমিতে সৃষ্টি হয় এক উৎসবমুখর
পরিবেশ।
কেবল ধনি,নয়,গরিব সহ উৎসবের এ রং
ছড়ায়
প্রত্যানতঞ্চল বেলালনগরে প্রায়
অর্ধশত উপরে
শিক্ষার্থী নতুনো বই হাতে উল্লাসে
মেতে উঠে। এসময় নতুন বইয়ের মলাট
উল্টিয়ে বইয়ের ঘ্রাণ নিতে দেখা
যায় উৎফুল্ল শিক্ষার্থীদের।সকাল
থেকে ওসমানিনগরে
ইউনিয়নের কামারগাঁও বেলালনগর এই
শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল
থেকে দুপুর পর্যন্ত এমন দৃশ্যই বিরাজ
করে।
শিক্ষার্থীদের হৈ চৈ : নতুন বছরে
নতুন ক্লাস। এর সঙ্গে যদি আবার যোগ
হয় নতুন বই, তাহলে তো আর কথাই
নেই। বছরের শুরুতে নতুন বই হাতে
পেয়ে আনন্দে উদ্বেলিত
শিক্ষার্থীরা। হাতে নতুন বই
ব্যাপারটাই যেন অন্যরকম। দীর্ঘ এক
বছর পরিশ্রম করে ওপরের ক্লাসে
উঠতে পেরে শিক্ষার্থীদের মনে যে
আনন্দ, নতুন বই সেই আনন্দে যোগ করে
নতুন মাত্রা। নতুন বই পেয়ে উৎফুল্ল
বেলালনগর আলহ্বাজ রিফাত আছিয়া
ক্যাডেট ইবতেদায়ি মাদ্রাসার,
২শ্রেণীর শিক্ষার্থী,ফাইজা,মাহি
ন,সুহিন,
,লিমা,মুচ্ছাফা। নতুন বই পেয়ে কেমন
লাগছে
জানতে চাইলে উচ্ছ্বসিত,
ফাহমিদা,তাছলিমা,খাদিজা,
জরিনা,লিমা,অনিবা রা
জানায়, ‘খুব ভালো লাগছে। বইগুলো
খুব সুন্দর। বই পেয়ে অনেক খুশি
লাগছে। বাসায় গিয়ে আজই আমি
নতুন বইয়ের কবিতা মুখস্থ করব।’
বেলালনগর রিফাত আছিয়া ক্যাডেট
মাদ্রাসার,
শিক্ষার্থী, হাসাইন, মুছা, বলে, ‘নতুন
ক্লাসে উঠেছি। আর এখন নতুন বই
হাতে পেলাম। নতুন বই পেয়ে খুব
ভালো লাগছে।’ একাডেমির বাইরে
ছেলের জন্য অপেক্ষায় ছিলেন মা
ফাতেমা বিনতে জোহুরা। তিনি
বলেন, বছরের শুরুতে ছেলে-মেয়েরা
বই পাচ্ছে। এটা ছেলে-মেয়েদের জন্য
যেমন আনন্দের, আমাদের
অভিভাবকদের জন্য তেমনটাই
স্বস্তির। তখনকার সময়ে তো এমন
সুযোগ-সুবিধা আমরা পাইনি। বাজার
থেকে বই কিনতে হতো। এটা নিয়ে
টেনশনও থাকতো। এখন ছেলে-
মেয়েদের জন্য সেই টেনশনের কারণ
নেই। অভিভাবকরা অনেকটাই চিন্তা
মুক্ত। নতুন বই হাতে সন্তানের আনন্দ
দেখে আমরাও আনন্দিত। এদের
উচ্ছ্বাস দেখে আমাদেরও শৈশবে
ফিরে যেতে ইচ্ছে করছে।’
আলহ্বাজ রিফাত আছিয়া ক্যাডেট
মাদ্রাসার শিক্ষার্থী
মুনিরাকে সঙ্গে এনেছেন মা
ইয়াসমিন আক্তার। তিনি বলেন,
‘পরীক্ষা শেষ হওয়ার পর এই কয় দিন
মেয়েটি তেমন পড়ালেখা করেনি।
আজ বই পেয়েছে। আজ রাত থেকে
আবারো পড়ালেখা শুরু করতে
পারবে।’ নতুন বই পাওয়ায় মেয়ে
পড়তেও উৎসাহী হবে বলেও মন্তব্য
করেন এই অভিভাবক। অভিভাবকদের
ও
বিদ্যালয়ের শিক্ষকদেরও আনন্দের
কমতি নেই। শিক্ষার্থীদের হাতে
সময়মতো বই পৌঁছাতে পেরে এক
ধরনের স্বস্তিবোধ করছেন তারা।
নিজেদের অনুভূতির কথা প্রকাশ
করতে গিয়ে অত্র মাদ্রাসার
প্রিন্সিপাল আলহাজ্ব মুদাব্বির
হুসেন(মাসুক মিয়া)
জানান,
নতুন বছরে সবার হাতে নতুন বই
পৌঁছাতে পেরে শিক্ষার্থীদের
পাশাপাশি আমরাও আনন্দিত। নতুন
বই হাতে কোমলমতি শিক্ষার্থীদের
উচ্ছ্বাস আমাদেরকেও নাড়া দিয়ে
যায়। এই অনুভূতি সত্যিই অসাধারণ।
উল্লেখ্য: এই প্রতিষ্টানটি একটি
ইসলামি ও আধুনিক শিক্ষার সম্নয়ে
গটিত, ব্যাতিক্রম র্ধমী প্রতিষ্ঠান।
এসময় অন্যনদের মধ্যে উপস্থিত
ছিলেন,মুজ্জাকির হুসাইন সহকারী
আইনজিবী সিলেট জজ কোর্ট,ও এই
মাদ্রসার পৃষ্টপোষক,শিক্ষাঅনুরাগী,
ক্বারি আব্দুল ওয়াহিদ,শিক্ষানুরাগী
মোছা: হালেমা বেগম,
সহ,শিক্ষক,শিক্ষার্থী
ও
অভিবাক বৃন্দ, প্রমুখ।
মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
বেলালনগর রিফাত আছিয়া মাদ্রসায় বই বিতরণ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সূরায়ে ফাতিহা!
সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...

-
রাষ্ট্রদ্রোহী ও ধর্মদ্রোহী ফরহাদ মজহার জুলাই ১৮, ২০১৭ 41 সম্পাদনা: মিয়া মোহাম্মদ হেলাল ফরহাদ মজহার ১৯৭২ সাথে কবি হুমায়ুন কবীর হত্যাকা...
-
রাকিব হাসান: রমজান শেষ। চলছে শাওয়াল মাস। কওমি মাদরাসার ছাত্রদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল ম...
-
ঈদ বার্তা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় বালাগঞ্জ ওসমানীনগর ও সিলেটবাসী, প্রবাসীসহ আওয়ামী পরিবারের নেতা কর্মীদের জানাই ঈদের শুভেচ্ছা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন