বালাগঞ্জের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ব্যাবসায়িদের মিছিল!
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় কালিবাড়ী বাজারে মুন্নি এন্ড শিহাব রেস্টুরেন্ট এ (গত ২৬ নভেম্বর) রাতে কতিপয় দূষকৃতীকারিদের হামলায়,
ব্যাবসায়ি, ও ইউপি আ:লীগ সেক্রেটারি ক্বারি রুহেল আহমদ চৌধুরি ও যুবলীগের ইউনিয়ন সভাপতি ছালেহ আহমদ আহত হওয়ার প্রতিবাদে (আজ ১ডিসেম্বর) বিকাল ৪:০ঘটিকায় স্থানীয় কালিবাড়ী বাজারে বাজার পরিচালনা কমিটি ও বণিক সমিতির উদ্দ্যগে এক মিছিল ও প্রতিবাদ সভা অনুস্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মুফাজ্জল হুসেন, বাজার বণিক সমিতির সহ-সভাপতি মতছির আলি (মুন্না),সেক্রেটারি ক্বারি আব্দুছ ছত্তার,সহ-সেক্রটারি কাজি সুজন,
ব্যাবসায়ি,সিতার আলি, নুশর আলি,শিপন আহমদ,নুমান তালুকদার,জিত্রেন্দ্র সূত্রধর, কাঞ্চন বৈধ,মামুন আহমদ,মানিক মিয়া, ব্যাবসায়ি,ও ছাত্র নেতা, জাহেদ রিপন, এস,আই সুজন, জয়নুল হক, প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন