কলেজ ছাত্রী প্রেমিকের হাত ধরে উদাও
বালাগঞ্জ প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বাঙগালিয়া গ্রাম থেকে গোয়ালবাজার অার্দশ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী, বাঙগালিয়া গ্রামের আপ্তাব খানের কলেজ পড়ুয়া কিশোরি মেয়ে নাজমা খাতুন(১৮) ও একই গ্রামের আতাউর মিয়ার ছেলে রাজ মিস্ত্রী দিপু মিয়া (২০) গত রবিবার (২৯-০৭-১৭ ইং) রাত আনুমানিক ১০ঘঠিকায়, দিপু নাজমা কে নিয়ে অজানার উদ্দেশ পারিদেয়,
স্থানীয় যুবক,ব্যাবসায়ী নজরুল ইসলাম রাহি, ও দিপুর ভাই ছাত্রলীগ নেতা রুবেল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন,
স্থানিয় সুত্রে যানাযায়,
নির্দিস্ট জায়গায় অনেক খুঁজাখুঁজি করার পরে তাদের খুজ না পাওয়ায়
উভয় পরিবার স্থানীয় থানায় আজ মঙলবার (০১/০৮/১৭) একটি অভিযোগ দাখিল করেন। ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বালাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল উভয়ের বাড়ী পরিদর্শন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন