রবিবার, ২৩ জুলাই, ২০১৭

আরব দেশগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত: আল আকসার ইমামের আক্ষেপ

  আরব দেশগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত: আল আকসার ইমামের আক্ষেপ
ইমাম শেখ ইকরিমা সাবরি
ইমাম শেখ ইকরিমা সাবরি

আরব দেশগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত: আল আকসার ইমামের আক্ষেপ


বিশেষ প্রতিনিধি
আল আকসায় ইসরাইলের চলমান বর্বরতা ও মুসলিমদেরকে নামাজ পড়তে না দেয়ার ঘটনায় আরব শাসকদের হস্তক্ষেপে উদাসীনতায় আক্ষেপ প্রকাশ করেছেন মসজিদটির বর্ষীয়ান ইমাম শেখ ইকরিমা সাবরি।
শুক্রবার আল জাজিরার সাথে কথা বলতে গিয়ে সাবরি বলেন, এটা পরিস্কারভাবে বলা যায় যে, বর্তমান পরিস্থিতি জেরুজালেমবাসী হিসেবে আমাদের জন্য শুধু একটি পরীক্ষা নয়। বরং এটি আরব দেশগুলোর জন্য একটি বড় পরীক্ষা, যারা নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে এখন কূটনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছে।
৭৮ বছর বয়সী ইমাম আরও বলেন, তারা এখন নিজেদের মধ্যে মারামারি করার জন্য অস্ত্র কিনতে ব্যস্ত। আল আকসা নিয়ে ভাবার সময় তাদের কোথায়?
সূত্র: মিডল ইস্ট মনিটর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...