সোমবার, ১৭ জুলাই, ২০১৭

বিয়ানিবাজারে ছাত্রলীগের সংঘর্ষে নিহত১

বিয়ানীবাজারে ছাত্রলীগের
সংঘর্ষে নিহত - ১
সিলেটের বিয়ানীবাজার সরকারি
কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক
ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।
নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ
আহমদ লিটু (২০)। সে ওই কলেজের
স্নাতক শ্রেণীর শিক্ষার্থী।
সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ৫ জন
আহত হয়েছেন। আজ (সোমবার) দুপুর
১২ টা ৩০ মিনিটের দিকে
বিয়ানীবাজার সরকারি কলেজের
ভেতর এ ঘটনা ঘটে।
সেখান হতে সাংবাদিক সুহেল আহমদ
জানান, আধিপত্য বিস্তার নিয়ে
বিয়ানীবাজার সরকারি কলেজে
ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের
মধ্যে সংঘর্ষ হয়। এসময় কলেজের
একটি কক্ষের ভেতর লিটুর মাথায়
গুলি করে হত্যা করা হয়। নিহত লিটু
পাভেল গ্রুপের কর্মী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...