শুক্রবার, ৩০ জুন, ২০১৭

বোয়ালজুরে ছাত্রদল কর্মিদের হাতাহাতি

বোয়ালজুরে ছাত্রদলের হাতাহাতী।

বালাগঞ্জ প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জ উপজেলার স্থানীয়  বোয়ালজুর বাজারে আজ শুক্র বার (৩০-০৬-১৭)বিকাল আনুমানিক ৪-৩০ঘঠিকায় বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহব্বায়ক আলাউদ্দিন রিপন সমর্থক ছাত্রদল কর্মি সাবুল আহমদ (২৩) ওরফে জেল সাবুল পিতা মচ্ছবির আলি, ও বোয়ালজুর ইউনিয়ন ছাত্রদল নেতা  শফিকুন নুর(২০) মধ্যে গত২৭/০৬/১৭( ঈদের দিন) বেগম ইলিয়াসের সাথে শুভেচ্ছা বিনিময় কালে  উপজেলা ছাত্রদলের আংশিক কমিটির কিছু পদবীর নাম ঘোষনা করেন তাহসিনা রুশদির লুনা, তারা হলেন সভাপতি আজমল আহমদ,সিনিয়র সহ-সভাপতি, সাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজান খান,সহ-সাংগঠনিক সম্পাদক জেল সাবুল নাম ঘোষনা করা হয়। এতে পদ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ছাত্রদল কর্মি শফিক স্থানিয় বোয়ালজুর বাজারে ছাত্রদলের কিছু কর্মি সমর্থক নিয়ে তার উপর আক্রমণ করে এতে জেল সাবুল দৌড়ে পালানোর সময় পথচারিরা ছিনতাই কারি ভেবে পিছু নেয় এলাকাজুড়ে হটগুল শুরু হলে,লোকসমাগম দেখে বোয়ালজুর বাজারের কিছু ব্যবসায়ী এসে পরিস্তিতি শান্ত করেন, ও উপজেলা বি,এন,পি,সভাপতি ও সেক্রেটারি উভয়কে বিষয়টি অবগত করেন, এব্যপারে সাবেক আহব্বায়ক আলাউদ্দিন রিপন কে ফোন দিলে তার মোঠফোন এই নম্বারটি (০১৭১১২৭৫৬৫৮)  কল রিসিভ করেননি,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহব্বায়ক সাবুল আহমদ কাছে জানতে চাইলে তিনি বলেন জেল সাবুল একটা অশিক্ষিত অছাত্র জনশ্রুতি সে নাকি পকেটচুর ও ছিনতাইকারি হিসেবে এলাকায় পরিচিত!তাকে অলৌকিক ভাবে কার ইশারায় উপজেলা ছাত্রদলের নির্বাহী পোস্ট দেওয়া হয় এতে ছাত্রদলের কর্মিরা উত্তেজিত  হয়ে তার উপরে এই হাতাহাতির ঘঠনা ঘটে,তবে আমরা বিষয়টি দেখব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...