সিলেটের জকিগঞ্জে অনেক গ্রাম বন্যায় প্লাবিত, দেখার কেউ নেই!সিলেট (জকিগঞ্জ) সংবাদদাতা ঃসিলেটেরজকিগঞ্জ ওকানাইঘাট উপজেলায় আকস্মিকবন্যায় প্রায় দুই লক্ষাধিক মানুষেরআরামের ঘুম হারাম করে দিয়েছে।ঈদের ছুটিতে বাড়ীতে থাকারসুবাদে মানুষের দূর্ভোগ-দুর্দশারচিত্র স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে।দূর্গত মানুষের এই অবস্থা দেখেনিজেকে ধরে রাখা খুবই কঠিন। মানবাধিকার কর্মি মুস্তাক আহমদের সাথে কথা বলায় উঠে আসে বানবাসি মানুষের এমন অবস্থার কথা, কোন উদ্দগ্য নিচ্ছে না স্থানিয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা বানবাসি লোকদের ত্রান বা মাথা গোজার ঠাই পাচ্ছে না বানবাসি এমন অভিযোগ স্থানিয় দের, ভারতের, উজান হতে নেমে আসাপাহড়ী পানির ডল টিপাই মূখ সহবিভিন্ন নদী নালা দিয়ে সুরমা-কুশিয়ারা নদী হয়ে বাংলাদেশেপ্রবেশ করে সিলেটের শেষ পূর্বসীমান্ত জকিগন্জ- কানাইঘাটউপজেলা'র গ্রাম থেকে গ্রামান্তরবন্যার পনিতে প্লাবীত হয়ে যায়!তম্মধ্যে জকিগন্জ উপজেলারউত্তরকুল, সোনাসার, বিয়াবাইল,রসুলপুর, কালিগন্জ, আটগ্রাম, ফুলতলী,নান্দিশ্রী, বালাউট, মাইজকান্দী,পূর্ব মাইজকান্দী, পঙ্গবট, বিলেরবন্দ,মুমিনপুর, রারাই, ফলাহট, শৈষ্যকুড়ি,সোনাপুর(নকুলপুর) ডেমারগ্রামসহআশপাশ এলাকা। বিশেষ করেজকিগন্জ উপজেলা'র বারহালইউনিয়নের বিভিন্ন গ্রাম-মনতঈল,কুদালী, পাচালী, খালপার,সমসখানি,পইল,আখাব গ্রামগুলোএখনো বন্যা কবলিত, বন্যার্ত মানুষত্রানের জন্য হাহাকার করছে।এসবমানুষের মুখে দুর্দশার কথা শুনেবাঁকরুদ্ধ হওয়ার মতো।বিভিন্ন সামাজিক সংস্হারমাধ্যমে কিংবা মানবতার টানেব্যক্তিগত ভাবে অনেকে দুর্দশাগ্রস্থমানুষের মুখে হাসি ফোটানোর জন্যরাত দিন কষ্ট করছেন। কারো কাঁচাঘর বন্যায় ভাসিয়ে দিয়েছে কিংবাধসিয়ে ফেলেছে। অনেকের সন্তানঅসুস্থ হয়ে পড়েছে।ঔষধ ক্রয়েরসামর্থ হারিয়ে ফেলেছেন। কারোতিলে তিলে সঞ্চিত সমস্ত সঞ্চয়দিয়ে আপন পুকুরে ফেলা মৎস্য পোনাভাসিয়ে নিয়েছে। স্বপ্ন ছিল, এগুলোবড় হলে সংসারের প্রয়োজন মিটবেএবং উদ্ধৃত অংশ বিক্রয় করে বাড়তিআয় হবে। কারো ক্ষেতের ফসলভাসিয়ে নিয়েছে, ফসল ফলাতেসঞ্চিত সঞ্চয় ব্যয় হয়ে গেছে। এখনকর্মহীন। আশা ছিল ফসল ধরলে অন্নজোটবে, এখন হতাশার কালোরেখাচোখে মুখে ফুটছে। অনেক স্কুল-কলেজ-মাদ্রাসাগামী সন্তানের পড়ার বই-খাতা ভিজে নষ্ট হয়ে গেছে। নতুনকরে ক্রয় করার সামর্থ নেই। আছেসবার ক্ষিধে নিবারণের তাড়না।প্রয়োজনীয় অর্থের অভাবেনিত্যদিনের অন্ন যোগাতে হিমশিমখাচ্ছেন।অন্যদিকে মেইন রোড় সহ ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজ-মাদ্রাসায়যাতায়াতের যোগাযোগ ব্যবস্তাপ্রায় বিচ্ছিন্ন।মূলতো , রস্তা ঘাটেরঅবস্তা বেহাল ছিলো, যা মাত্রছিলো তাও আবার বন্যায় একবারেবিলীন হয়ে গেছে। তাছাড়াপ্রত্যেকের পুকুরেই পানি ডুকে তাব্যবহার অনুপযোগী করে ফেলেছে।উপায়ান্ত না হয়ে এই পানি ব্যবহারকরে নানা রোগ-বালাইর মুখোমুখিহচ্ছেন দূর্গত এলাকার মানুষ। বন্যার্তমানুষ অভিযোগ করেন তাদের কাছেএখনো কোনো সরকারিবেসরকারিভাবে ত্রান সামগ্রীপৌছেনি। দ্রুত ত্রান সামগ্রীপ্রেরনের জন্য তারা সরকারেরঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিত্তশালীদেরসুদৃষ্টি কামনা করেন।এমতাবস্থায় লোক দেখানো ত্রাণবিতরণে মনযোগ না দিয়ে সমস্যারগভীরে গিয়ে পরিকল্পিত কাজ করাসময়ের দাবী। বিশেষ করে বিভিন্নরাজনৈতিক দল, সামাজিক সংগঠন,স্বেচ্ছাসেবী সংস্থা ও সামর্থবানব্যক্তিকে বন্যা দুর্গদের সহায়তায়সমন্বিত উদ্যোগ নিয়ে প্রত্যেকবন্যার্ত মানুষের মৌলিক সমস্যাগুলোচিহ্নিত করে তা সমাধানে কার্যকরভুমিকা পালন করা প্রয়োজন।সরকারি-বেসরকারি বিভিন্ন ত্রাণকার্যক্রমকে সমন্বয় করে সকলক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যনিশ্চিত করা। বিশেষ করেক্ষতিগ্রস্ত কৃষককে বিশেষ স্কিমদিয়ে তাদেরকে সরকারী ভাবেবিনা সূদে ঋনের ব্যবস্থা করা, মৎসখামারের মালিকদের জন্য বিশেষপ্রণোদনার ব্যবস্থা করে তাদেরকেওবিনা সূদে কর্জে হাসানা হিসেবেপ্রয়োজনীয় মূলধন সর্বরাহের ব্যবস্তাকরা। বন্যার পানি চলে যাওয়ারমুহুর্তে স্বাস্থ্যসেবা ও পরিবেশরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহন করেমানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থাকরা। পাশাপাশি গরীব-অসহায়মানুষের জন্য জরুরী খাদ্য সহায়তাঅব্যাহত রাখা। ত্রাণ সামগ্রীবিতরণের পাশাপাশি দূর্গতদেরহাতে নগদ অর্থ তুলে দেয়া, যাতেতারা তাদের প্রয়োজন মুহুর্তেপ্রাপ্ত অর্থ ব্যয় করতে পারে। এ অঞ্চলের বানবাসিরাস্থানিয় জনপ্রতিনিধি বা সমাজ উন্নয়ন মূলূক সংস্থা ও প্রবাসী দের প্রতি মানবতারসেবায় এগিয়ে আসার আহব্বান জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সূরায়ে ফাতিহা!
সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...

-
রাষ্ট্রদ্রোহী ও ধর্মদ্রোহী ফরহাদ মজহার জুলাই ১৮, ২০১৭ 41 সম্পাদনা: মিয়া মোহাম্মদ হেলাল ফরহাদ মজহার ১৯৭২ সাথে কবি হুমায়ুন কবীর হত্যাকা...
-
রাকিব হাসান: রমজান শেষ। চলছে শাওয়াল মাস। কওমি মাদরাসার ছাত্রদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল ম...
-
ঈদ বার্তা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় বালাগঞ্জ ওসমানীনগর ও সিলেটবাসী, প্রবাসীসহ আওয়ামী পরিবারের নেতা কর্মীদের জানাই ঈদের শুভেচ্ছা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন