বুধবার, ২৭ জুন, ২০১৮

বিয়ানিবাজারের দালালের খপ্পরে;ইউরোপ যাওয়া হলনা গোলাপগঞ্জের সাকেরের!

সাগরে বিলীন হলো
গোলাপগঞ্জের
সাকেরের ইউরোপ
যাওয়ার স্বপ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি :: ভাগ্য
পরিবর্তনে লিবিয়া থেকে
ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হলো
না গোলাপগঞ্জের সাকেরের। গত
২ এপ্রিল স্বপ্নের দেশ ইতালিতে
পাড়ি দেয়ার জন্য জীবনের ঝুঁকি
নিয়ে বাড়ী থেকে বের হন ২২ বছর
বয়সের যুবক সাকের আহমদ। চার
ভাইয়ের মধ্যে সে ছিল ২য়। সে
উপজেলার ভাদেশ্বর মডেল
ফাজিল মাদ্রাসায় পড়ালেখা
করেছে। ঢাকাদক্ষিণ বাজারে
চয়েজ টেইলার্স নামে একটি
দোকান ছিলো তার। পরবর্তীতে
বিয়ানীবাজারের এক দালালের
মাধ্যমে ইউরোপে যাওয়ার স্বপ্ন
নিয়ে ঘর থেকে বের হয়। স্বপ্ন
ছিলো ইউরোপে গিয়ে পরিবারের
ভাগ্য পরিবর্তনের। কিন্তু গত ১৮ই
জুন লিবিয়া থেকে ইউরোপের
উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রলার
সাগরে ডুবে নিখোঁজ হয়।
নিখোঁজ সাকের আহমদ (২২)
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার
নালিউরী গ্রামের আব্দুর রহিমের
পুত্র। এ ঘটনায় পরিবারে চলছে
শোকের মাতম। অপেক্ষার প্রহর
গুনছে স্বজনরা। নিখোঁজ
সাকের’র বড় ভাই মাসুদ আহমদ
জানান, তার ভাই প্রায় দুই মাস
পূর্বে দালালের মাধ্যমে
লিবিয়ায় পাড়ি জমান, উদ্দ্যেশ্য
ছিলো স্বপ্নের দেশ ইতালিতে
যাওয়ার। গত সোমবার তারা
দালালের মাধ্যমে জানতে
পারেন ইউরোপের উদ্দ্যেশ্যে
সাকেরদের নৌকা ছেড়ে যাবে।
এরপর থেকে নিখোঁজ রয়েছে
সাকের। কোনোভাবের সন্ধান
মিলছে না তার, তবে
বিভিন্নভাবে তারা সাকেরের
জন্য যোগাযোগ করছেন লিবিয়ায়,
এখন পর্যন্ত সে জীবিত বলে
তাদের ধারনা।
মোবাইল বন্ধ থাকায় দালালের
সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে
না। উল্লেখ্য, গত সোমবার প্রায়
১১৫জন যাত্রী নিয়ে একটি
প্লাস্টিকের নৌকা লিবিয়া
উপকুল থেকে ছেড়ে যাওয়ার
কিছুক্ষন পর রাস্তা হারিয়ে
ফেলে পথিমধ্যে নৌকাডুবি ঘটে।
নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত
৩৫জন বাংলাদেশীর মৃত্যুর খবর
পাওয়া গেছে। এদের মধ্যে
বিয়ানীবাজার-বড়লেখা ও
গোলাপগঞ্জের অনেকেই নিখোঁজ
রয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...