সিলেট প্রতিনিধি:
সিলেট
সদর শহীদ শামসুদ্দীন
হাসপাতালের স্টাফনার্স
শিউলী সুলতানা। পদ ও পেশায়
সেবিকা হলেও পরিচয় দেন
গাইনী চিকিৎসকের। এ পরিচয়ে
করে থাকেন প্রইভেট প্রাক্টিসও।
দীর্ঘদিন ধরে সিলেট সদর
হাসপাতালে কর্মরত স্টাফনার্স
শিউলী সুলতানা ওই
হাসপাতালের অপারেশন
থিয়েটারের সেবিকা সহযোগী ।
নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে
গোযাইনঘাট উপজেলার সালুটিকর
বাজারে ফার্মেসী নামে খোলে
বসেছেন চিকিৎসা কেন্দ্র।
মহিলাদের এমআর,ডিএনসি থেকে
অবৈধ গর্ভপাত ঘটানোর মত কাজ
করে থাকেন সেখানে। এমনকি কল
নিয়ে নগরীর বিভিন্ন পাড়া-
মহল্লায়ও। একজন জুনিয়র
কন্সালট্যান্টের সহযোগিতায় পদ
পেশা ও ক্ষমতার অপব্যবহার করে
থাকেন।
হাসপাতালে শিউলী সুলতানার
এতই প্রভাব যে, তার কোন অবৈধ
ও অবৈধ ও বেআইনী কর্মকান্ডের
ব্যাপারে কেউ মূখ খোলতে সাহস
পান না। এ যেন তিনি
হাসপাতালে এক মূর্তিমান
আতংক।
অভিযোগে প্রকাশ, ওই
হাসপাতালে অপারেশন পূর্ব
জরুরী ঔষধ পথ্যাদির স্লিপ
দেওয়া হয়। ঔষধ নিয়ে আসার পর
শিউলী সুলতানা তা’ লুকিয়ে
আবারোও ঔষধ কিনিয়ে আনেন।
পরে লুকিয়ে রাখা ঔষধগুলো
ফার্মেসীতে বিক্রি করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তার একজন
সহকর্মী এমন তথ্য দিয়েছেন।
স্টাফনার্স শিউলী সুলতানার
এতই প্রভাব যে হাসপাতারে
নার্সিং সুপার বা ভারপ্রাপ্ত
সেবা তত্বাবধায়ক কাউকে কোন
বিষয়ে পাত্তাই দেন না ।
যথেচ্ছভাবে ডিউটিপালন সহ
অবৈধ কর্মকান্ড চালিয়ে থাকেন
তিনি। অভিযোগে আরো প্রকাশ,
স্টাফনার্স শিউলীর সাথে
সম্পর্ক রয়েছে একটি ঔষধ চোর
সিনিডিকেটের। এ
সিনিডিকেটের মাধ্যমে
হাসপাতালের ওষধ বাইারে
পাচার করে থাকেন। নৈশকালীন
ডিউটি ফেলে এবং কাউকে না
জানিয়েই তিনি প্রায়সময়
অন্যত্র প্রাইভেট অপারেশনে
কাজে চলে যান। সিলেট সদর
হাসপাতারে স্টাফনার্স শিউলী
সুলতানার একটি দালাল ও
এজেন্টচক্র সক্রিয় থাকে। বাইর
থেকে কোন রোগী আসলে
দালালদের মাধ্যমে বুছিঝয়ে
অন্যত্র নিয়ে ডেলিভারী,
অ্যাভরেশন, ডিএনসি,এমআর
সবকিছুই করান তিনি। এতে করে
জ্ঞাত্বায় বহির্ভূত কামাই করে
থাকে কাড়ি কাড়ি টাকা।
বিশেষ করে প্রেম বা
বিবাহবহির্ভুত অন্তঃসত্তা
নারীদের গর্ভডপাতে মোটা
অংকের টাকা গ্রহণ করে থাকেন
বলে অভিযোগে রয়েছে।
শিউলিী সুলতানার এহেন
বলগাহীন চলাফেরা, বেআইনী
কর্মকান্ড ও কতর্ব্যে অবহেলার
কারনে সিলেট সদর শামসুদ্দীন
হাসপাতালের চিকিৎসা সেবা ও
শৃংখলা ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে
দাঁড়িয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে
স্টাফনার্স শিউলী সুলতানা তার
বিরুদ্ধে আনিত অভিযোগ
স্বীকার করতে অপারগতা প্রকাশ
করেন তিনি এবং সিলেট সদর
শামসুদ্দীন হাসপাতালে চাকরি
করেন না বলে জানান তিনি।
রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
সিলেট সদর হাসপাতালের স্টাফ নার্স শিউলী সুলতানার বিরুদ্ধে অভিযোগের অন্তঃনেই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সূরায়ে ফাতিহা!
সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...

-
রাষ্ট্রদ্রোহী ও ধর্মদ্রোহী ফরহাদ মজহার জুলাই ১৮, ২০১৭ 41 সম্পাদনা: মিয়া মোহাম্মদ হেলাল ফরহাদ মজহার ১৯৭২ সাথে কবি হুমায়ুন কবীর হত্যাকা...
-
রাকিব হাসান: রমজান শেষ। চলছে শাওয়াল মাস। কওমি মাদরাসার ছাত্রদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল ম...
-
ঈদ বার্তা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় বালাগঞ্জ ওসমানীনগর ও সিলেটবাসী, প্রবাসীসহ আওয়ামী পরিবারের নেতা কর্মীদের জানাই ঈদের শুভেচ্ছা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন