সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

বোয়ালজুর কালিবাড়ী বাজারে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা আ:লীগ নেতা সহ আহত ৭, দুইলক্ষ টাকা উদাও!

বালাগঞ্জের বোয়ালজুরে যুবলীগ নেতার
ব্যবসা প্রতিষ্টানে হামলা,
আহত ৭!

ওসমানিনগর প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ই/পির কালিবাড়ী বাজারে যুবলীগ নেতার
মালিকানাধীন রেস্টুরেন্টে
হামলা ও লুটপাট করেছে
সন্ত্রাসীরা। এ সময় যুবলীগ
নেতা ছালেহ আহমদ সহ ৭ জন গুরুতর আহত
হন।২৬-১১-১৭ইং
রবিবার রাত সাড়ে ৮.৩০টায় বোয়ালজুরের সোনাপুর  কালিবাড়ী বাজারে
বোয়ালজুর ইউনিয়ন শাখা
যুবলীগ নেতা ছালেহ আহমদের
মালিকানাধীন "শিহাব এন্ড মুন্নি"
রেস্টুরেন্টে এ হামলা ও লুটপাটের
ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা
ছালেহ আহমদের হাটু
ফেটে গুরুতর আহত হন। রবিবার এ
ঘটনায় থানায় লিখিত অভিযোগ
করেছেন যুবলীগ নেতা ছালেহ আহমদ।

রেস্টুরেন্টের মালিক ছালেহ আহমদের চাচা সিরাজ আহমদ জানান, রাত সাড়ে
৮টার দিকে ১০-১৫ জন যুবক
হকিস্টিক ও দেশিয় অস্ত্র  নিয়ে রেস্টুরেন্টে
প্রবেশ করে। তারা রেস্টুরেন্টে
বসা  কাস্টমারের ওপর
হামলা চালায়। ফেরার পথে
ক্যাশে বসে থাকা ছালেহ আহমদের  ওপরও হামলা
চালায়। হামলায় তার পা ফেটে গেছে,ও শরিরের ভিন্ন জায়গা মারাত্মকভাবে জখম হয়েছে। তাকে
বালাগঞ্জ উপজেলা  হাসপাতালে চিকিৎসা
দেয়া হয়েছে।

হামলায় আহত হয়েছেন ইউনিয়ন আ:লীগের সেক্রেটারি ক্বারি রুহেল আহমদ চৌধুরি, সুহেল চৌধুরি, আনাস চৌধুরি জপর আহমদ,অপর
কাস্টমারের নাম জানাতে
পারেননি।

তিনি জানান, সন্ত্রাসীরা
ক্যাশে রক্ষিত ২লক্ষ টাকা ও খুচরা ২০-৩০হাজার
টাকা,
লুটে নিয়েছে।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার
ওসি তদন্ত  আবুল বাশার মোহাম্মদ
বদরুজ্জামান
বলেন, কি
কারণে এ হামলার ঘটনা ঘটেছে
পুলিশ সে ব্যাপারে নিশ্চিত নয়।
তবে, তারা ঘটনার স্থান পরিদর্শন করেছেন।
,এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

নর্দান আয়ারল্যান্ড বি,এন,পির সভাপতি মনোনিত হলেন; সিলেট জেলা আ:লীগের সেক্রেটারি শফিক চৌ:সহচর,জামাত নেতা আ:রব!

নর্দান আয়ারল্যান্ড বি,এন,পির কমিটিতে সভাপতি; সিলেট জেলা আঃলীগের সাঃ সম্পাদক শফিক চৌঃ সহচর জামাত নেতা আঃ রব!

নর্দান আয়ারল্যান্ড প্রতিনিধিঃ

যুক্তরাজ্য নর্দান আয়ারল্যান্ড শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির প্রস্তাবিত কমিটিতে সভাপতি এককালের আওয়ামীলীগের নীতিনির্ধারক,
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এম,পি শফিকুর রহমান চৌধুরী'র একান্ত সহচর আঃ রব।

তিনি দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনিতির সাথে জড়িত ছিলেন,
প্রবাস জীবনে বর্তমান  সরকারের নিষিদ্ধ ঘোষিত মানবতার অপরাধে জড়িত সংঘটন জামাতে ইসলামীর তূখুড় নেতা আঃ রব 'কে

যুক্তরাজ্য নর্দান আয়ারল্যান্ড শাখা বি,এন,পির সভাপতি মনোনীত করায় তৃনমূল বি,এন,পি ও অঙ্গ সংঘটনে ক্ষোভ দেখা দেয়।

একটি সুত্র জানায় বি,এন,পি নর্দান শাখায় গুরুত্বপূর্ণ এ পদ আঃ রব'কে দেওয়ায় নেতাকর্মীরা গ্রুপে-উপগ্রুপে দলীয় কোন্দলে জড়িয়ে পড়েন,

এমন অভিযোগ করেন সিনিয়র নেতৃবৃন্দ তারা মনে করেন এমন হাইব্রীড ব্যক্তিকে দলে স্থান দিলে অচিরেই ধ্বংস অনিবার্য,
তারা এহেন পরিস্থিতির সুষ্ঠ সমাধান চান।

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...