বোয়ালজুরে লিয়াকত মেম্বারের বোনের মেয়ে পলায়ন: অতপর বিয়ে।
বালাগঞ্জ প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জ উপজেলাধীন ২নং বোয়ালজুর ইউপির ৪নং ওয়ার্ড (সোনাপুর গ্রামের) ই/পি সদস্য ও ই/পি আওয়ামীলীগের সাবেক সভাপতি, সৈয়দ লিয়াকত আলি মেম্বারের বোন নখলু বেগমের মেয়ে সৈয়দা সুমি (১৬) একই গ্রামের আব্দুন নুর মিস্ত্রীর ২য় স্ত্রীর ২ছেলে মালেক আহমদ (২০) এর সাথে গত (০৪-০৭-১৭ইং) রোজ মঙগল বার রাত আনুমানিক ২ ঘঠিকায় সুমির মামা লিয়াকত মেম্বারের বাড়ি থেকে পালিয়ে মালেক এর ঘরে এসে রাতে দরজায় নক করলে বাড়ির লোকজন সুমির উচ্চস্বর আওয়াজ শুনলে বাহিরে আসেন, এসে সুমি কে দেখতে পেয়ে তারা এখানে এসেছ কেন? জানতে চাইলে, সুমি জানায় সে মালেক কে ভালবাসে তাই তার ঘরে চলে এসেছি! আমাকে আপনারা গ্রহণ করুন, পরে মালেক এসে সুমি কে তার শুবার ঘরে নিয়েযায়!
পরে আজ ০৯-০৭-১৭ইং রাত ৮:৩০ঘঠিকায়, কাজি এনে শরিয়াত মোতাবেক, বিয়ে পড়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন: বোয়ালজুর ই/পি চেয়ারম্যান আনহার মিয়া, মামুন আব্দুল গাইয়ুম আব্দুল্লাহ, ক্বারি আংসাত্তার,খলকু মিয়া, জাহেদ মিয়া,তফজ্জুল আলি,হাজি আব্দুর রুফ, সহ আরো অনেক, ৪লক্ষ টাকা দেনমহর এ বিবাহ সম্পন্ন হয়।
উল্লেখ্যযে: সুমিদের গ্রামের বাড়ি ছিল, বিশ্বনাথের মঠুকোনা, সেখান থেকে অসামাজিক কার্যকলাপ কারনে গ্রামের লোকজন প্রায় দশবছর আগে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল,
সেই সুবাদে তারা মামার বাড়ি সোনাপুরে আশ্রয় নেয়, এখানে আসার পর থেকে নানান অসামাজিক কার্যকলাপে জড়িত তাদের ও মামার পরিবার, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক
স্থানীয় লোকজনদের এমন অভিযোগ,
আব্দুল করিম (ওরপে ডেকা মোল্লা)
বলেন,
নখলু বেগম স্বামী মারা যাওয়ার পর, বিয়ে না করায়, অনেক লোকজনদের সাথে অনৈতিক সম্পরকে জড়িয়ে পরেন, এমন পরিস্থিতির শিকার বাদেস্থিদুর গ্রামের আব্দুল বাছিত ওরপে (ফির বাছিত), ও সোনাপুর গ্রামের প্রবাসি সইদুল মিয়া,সহ অনেক মানুষ তাদের মা,মেয়ের অনৈতিক সম্পরকের বলি হয়ে,টাকা,সম্মান খুয়ে নিস্ব:হয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন