শনিবার, ২২ জুলাই, ২০১৭

বিশ্বনাথে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে লার্ণিং পয়েন্টের বৃক্ষরোপন

বিশ্বনাথে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে লার্ণিং পয়েন্টের বৃক্ষরোপন



নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শনিবার লাণির্ং পয়েন্ট স্পোকেন ইংলিশ কোর্স ২৪৪ তম ব্যাচের উদ্যোগে জাগরণ উচ্চ বিদ্যালয় ও ধর্মদা সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লার্ণিং পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রাক্তণ ইংরেজী শিক্ষক মো. মঈনউদ্দিন।
জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদের সভাপতিত্বে ও স্পোকেন ইংলিশ লার্ণিং পয়েন্টের ২৪৪ তম ব্যাচের ছাত্র তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া, লানির্ং পয়েন্টের শিক্ষক আব্দুল আলিম সুহেল, জাগরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী গয়াছ মিয়া, ধর্মদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা আক্তার, ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আসাদুজামান আসাদ, জাগরণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম সাহিদ, জামাল আহমদ, সমাজসেবক সোনাফর আলী, মতছির আলী, লার্ণিং পয়েন্টের শিক্ষক তালহা সুয়েব বিন হেলালী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লার্ণিং পয়েন্টের ছাত্র শাহ বোরহান আহমদ রুবেল, ইকবাল হোসেন, শিল্পী বেগম, ফাতেমা আফরিন, রুমন আহমদ, রেজুয়ান আহমদ, আহমেদ আলী, রুমন আহমদ, এনি বেগম, জেনি বেগম, আবুল কাশেম, শামীম আহমদ, পারভেজ আহমদ, সুরমা বেগম, রাবিয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানে শেষে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে জলজ, বনজ, ঔষধীসহ বিভিন্ন জাতের চারারোপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...