বিশ্বনাথে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে লার্ণিং পয়েন্টের বৃক্ষরোপন
জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.
ফারুক আহমদের সভাপতিত্বে ও স্পোকেন ইংলিশ লার্ণিং পয়েন্টের ২৪৪ তম ব্যাচের
ছাত্র তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া, লানির্ং পয়েন্টের শিক্ষক আব্দুল
আলিম সুহেল, জাগরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, যুক্তরাজ্য
প্রবাসী গয়াছ মিয়া, ধর্মদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রওশনারা আক্তার, ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আসাদুজামান আসাদ, জাগরণ উচ্চ
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম সাহিদ, জামাল আহমদ, সমাজসেবক
সোনাফর আলী, মতছির আলী, লার্ণিং পয়েন্টের শিক্ষক তালহা সুয়েব বিন হেলালী।
সংবাদটি শেয়ার করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন