রবিবার, ২৩ জুলাই, ২০১৭

গণতন্ত্রের স্বার্থে ৫৭ ধারা সংশোধন করা হবে: ইকবাল সোবহান চৌধুরী

গণতন্ত্রের স্বার্থে ৫৭ ধারা সংশোধন করা হবে: ইকবাল সোবহান চৌধুরী

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ
Iqbal Sobhan Chowdhury 1সাংবাদিকদের নিরাপত্তায় খুব শিগগির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংশোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে তথ্য প্রযুক্তি আইনের আলোচিত ৫৭ ধারা আইনটি বাতিল করা হবে। একই সঙ্গে কোনো কালাকানুন দ্বারা মুক্ত গন্যমাধ্যমের স্বাধীনতা ভবিষ্যতে খর্ব করা হবে না।’
শনিবার লালমনিরহাটে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সাংস্কৃতিক প্রতিযেগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারাকে ব্যবহার করে বিভিন্ন সাংবাদিককে হয়রানির ঘটনায় আমারা এরইমধ্যে প্রতিবাদ জানিয়েছি। এরই আলোকে আইনমন্ত্রী এটি বাতিল করার আশ্বাসও দিয়েছেন।’
ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মত প্রকাশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, তিনি সবসময় মুক্ত গণমাধ্যমের পক্ষে ছিলেন এবং থাকবেন।’
এর আগে তিনি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
bdn24x7.com, বাংলাদেশনিউজ, এসএস, ২৩.০৭.২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...