মোহাম্মদ পুর সরকারি প্রাইমারী স্কুল ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন।
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলাধীন ২নং বোয়ালজুর ইউনিয়নের ৫নং ওর্য়াডের ১১৬ নং মোহাম্মদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটী গঠন উপলক্ষ্য ২০/০৭/১৭ তারিখে স্কুলভবনে এক আলোচনা সভা অনুস্টিত হয়, এতে সর্ব সম্মতি ক্রমে শহিদুজ্জামান চৌধুরি বাচা কে সভাপতি ও এনামুল ইসলাম রুহুল কে সহ-সভাপতি করে ১১ সদস্যবিস্টিঠ পুর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করাহয়,
(উল্যখ্যেযে; রুহুল সাংসদ এহিয়া চৌধুরি মনোনীত সদস্য)
অন্যান্য দায়িত্বশীলরা হলেন
সদস্য সচিব মাস্টার মুহাম্মদ লেবু মিয়া, সদস্য, চন্দন দাম, শাহাব খান, আং বারী, মাখন মিয়া,মোছা:মনোয়ারা বেগম, উঁশা রাণী দে, রাবিয়া বেগম, হাসিনা বেগম
- আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে ও মাস্টার মুহাম্মদ লেবু মিয়ার সঞ্চালনায়,
-
এতে উপস্থিত ছিলেন, ২নং বোয়ালজুর ই/পি চেয়ারম্যান আনহার মিয়া, সাবেক ই/পি
সাব্বির মিয়া, ই/পি সদ্যস চন্দন দাম, ই/পি,সদস্য লিয়াকত আলি, জাতীয়পর্টি
ই/পি শাখার সভাপতি মতছির আলী মুন্না,
মাস্টার হাজী নুরুল ইসলাম, চান্দাইর পারা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাহাব খান,ফারুক মিয়া,সাইস্তা মিয়া,মুহিবুররহমান,কাপ্তান মিয়া,লিটন মিয়া,হাফিজ সুহেল,মাখন মিয়া,আশিক মিয়া,হাসিনা বেগম,
ছাত্রনেতা,মো:সবুর আহমদ, , কাদির মিয়া, আলিম মিয়া,
নুরমিয়া, এখলাছ মিয়া,ইলিয়াস মিয়া,সহ স্কুল শিক্ষক/শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন