এক কাদের মোল্লার ফাঁসিই গোটা বিচার প্রক্রিয়াকে দূষিত করে ফেলেছে: জাফরুল্লাহ
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ আয়োজিত ‘সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কেও সমালোচনা করে মহান মুক্তিযুদ্ধের এই সংগঠক বলেন, ‘আজ সরকার বেগম জিয়ার বিরুদ্ধে দেড় কোটি টাকার দুর্নীতির মামলা চালাচ্ছে, অথচ সেই মামলা চালাতেই হাইকোর্টে সরকারকে এরচেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে। ফলে এর উদ্দেশ্য ভাল না।’
জাফরুল্লাহ বলেন, ‘দেশের হাজার হাজার টাকা বিদেশে পাচার হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে সেদিকে সরকার নজর দিচ্ছে না। আমাদের দেশে উন্নয়নের জন্য বরাদ্দ চীন ও ভারতের চেয়েও বেশি অথচ এসব টাকা কোথায় যাচ্ছে?’
তিনি বলেন ‘বেগম খালেদা জিয়া ভুল করেছেন, আজকে যে তারেক রহমানকে নিয়ে কথা হচ্ছে, সেটা হতো না যদি তিনি লন্ডনে যাওয়ার আগে স্থায়ী কমিটির ৪-৫জনকে নিয়ে একটি কমিটি করে দিয়ে যেতেন। যারা সবসময় তার সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু সেটা তিনি করেননি।’
প্রবীন এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বেগম জিয়ার ভুলের কারণেই সরকার পক্ষের লোকজন বলছে- তারেক রহমানই লন্ডনে বসে দল চালাচ্ছেন, আর তার সঙ্গে শলাপরামর্শ করতেই খালেদা জিয়া লন্ডনে গেছেন। আমি বলবো সুযোগটি তিনি নিজেই করে দিয়েছেন।’
খালেদা জিয়া দেশে ফিরবেন না সরকার পক্ষের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা রাজনীতির স্ট্যান্ডবাজির কথা। এটা রাজনীতিতে কথার কথা। এর মাধ্যমে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ডিমরালাইসড করার একটা কৌশল ছাড়া আর কিছুই নয়।
জাফরুল্লাহ চৌধুরী বিএনপির ভিশনের সমালোচনা করে বলেন, ‘ভিশনটি এতই দীর্ঘ যে এটি কারো পড়ার সময় নেই। এমন কী এটি বিএনপির লোকেরাও পড়েছে বলে আমার মনে হয় না। বৃহত্তর আন্দোলনের জন্য প্রয়োজন মাত্র কয়েকটি দফা। এর আগেও আমরা বিভিন্ন সময়ে দেখেছি আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি। কিন্তু বিএনপির এই ভিশন দেখে আমি হতবাক হয়েছি। এক্ষেত্রে সরকারের বাইরের সবাইকে একত্রিত করার সুস্পষ্ট কোনো কথা নেই। নেই জাতীয় ঐক্য গড়ার কোনো কথা। ফলে কিভাবে এই সরকার পতন হবে? কিভাবে ক্ষমতার পটপরিবর্তন হবে?’
উৎসঃ আরটিএনএন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন