সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, তখন সেই তরুণীকে বোন দাবি করে এক তরুণ নতুন ভিডিও আপলোড করে বলছেন ভিন্ন কথা। তামাশা গ্রুপে পোস্ট করা ভিডিও বার্তায় বাবা ও মায়ের বিরুদ্ধে তোলা অভিযোগের জবাব দেন ওই তরুণ। পরে অবশ্য বিভিন্ন পেজেও ভিডিও পোস্ট করা হয়।
তিনি জানান, তার বোন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। সেখানে তার সে রকম কোনো বন্ধু নেই। সিয়াম ও তাজরীন চৌধুরী নামে অন্য এক বশ্ববিদ্যালয়ে দুই বন্ধু আছে তার বোনের। এই দু'জনকে তিনি চেনেন। তাদের সঙ্গে যোগাযোগ করে তার বোনের কোনো সন্ধান মেলেনি।
ফাহমিদ আহমেদ ইনাম দাবি করেন, তার বোন যে ভিডিও বানিয়ে তার বাবা-মা মায়ের বিরুদ্ধে কথা বলেছে। তারপর থেকে ভাই হিসেবে তার পরিচয় দিতে লজ্জা লাগছে। গত ছয়দিন থেকে তার বাবা-মা এবং অন্যরা তাকে খুঁজতে-খুঁজতে হয়রান হয়ে গেছেন।
কান্নাজড়িত কণ্ঠে ফাহমিদ আহমেদ ইনাম বলেন, 'একজন সন্তান তার বাবা-মায়ের নামে এরকম জঘন্য কিছু বলতে পারে না। তার ভিডিও দেখে আমরা হতভাগ। সে কখনো চিন্তাও করেনি এ ধরনের ভিডিওতে তার আব্বা-আম্মার ওপর দিয়ে কী যেতে পারে? তার ফ্যামিলির ওপর দিয়ে কী যেতে পারে।'
তিনি বলেন, গত একবছর থেকে তার বোনের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দুই বন্ধু সিয়াম ও তাজরীন চৌধুরীর সঙ্গে ফারিয়া নেশায় আসক্ত হতে পারেন বলে ধারণা করছেন ওই তরুণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন