বালাগঞ্জ প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজোর
ইউনিয়নের উজিয়াল পুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে বোয়ালজুর
ইউনিয়ন জাতীয় পার্টি পক্ষ থেকে
বন্যা দুর্গতদের মধ্যে ত্রান
বিতরণ করা হয়,
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত,ছিলেন, সাংসদ ইয়াহইয়া চৌ:এহিয়া,
সিলেট ২ (বালাগঞ্জ, বিশ্বনাথ, ওসমানিনগর)
এতে প্রায় দুইশত পরিবারে মধ্যে ত্রান সামগ্রী, চাল,চিরা,ইত্যাদি দেয়া হয়।
বোয়ালজুর ই/পি জাপার,সদস্য সচিব মোর্শেদ চৌ: ও ছাত্রনেতা মজনু মেম্বারের যৌথ সঞ্চালনায়, সভার শুরুতে প্রবিত্র কোরআন শরিফ তেলায়ত করেন, সমাজকর্মী মুন্সী খলিল, ও স্বাগত বক্তব্য রাখেন,ইউনিয়ন জাপার সভাপতি মতছির আলি মুন্না, বিশেষ অতিথি : বালাগঞ্জ উপজেলা জাপার সভাপতি মুক্তার আলি,বিশেষ অতিথি, উপজেলা জাপার সেক্রেটারি, হরেস চন্দ্র দাস, জাপা নেতা, পলাশ পুরকায়স্থ, গিয়াস, বাবুল,মাজিদ,সামিম,রসিদ, জামিল,হেলাল, ফাহিম, প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন