সংবাদ >> জাতীয়
কারা দখল করে কেন করে
এ ছাড়াও দখলবাজের তালিকায় রয়েছে সরকারের কিছু প্রতিষ্ঠানও। হাজারীবাগ খালের সবটুকুই চলে গেছে ব্যক্তি মালিকানায়।
প্রতিবেদনে বলা হয়, খালের ওপর যেখানে সেখানে পানি সরবরাহের নামে বক্স-কালভার্ট, কালভার্ট ও রাস্তা নির্মাণ করায় বেশির ভাগ খাল দ্রুত দখল হয়েছে, যা দখলকারীদের জন্য পোয়াবারো হয়েছে। প্রতিবেদনে প্রতিটি খালের দখলদারদের তালিকা দিয়ে বলা হয়, রাজধানীর খালগুলো ১০ হাজার ৫১৫ জন ব্যক্তি ও কিছু প্রতিষ্ঠান দখল করেছে।
উৎসঃ বাংলানিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন