সংবাদ >> খেলা
পুলিশের চাকরি চাওয়ায় ভাগ্যে জুটেছিল তিরস্কার!
আজকের মতো তারকাখ্যাতি হয়তো ছিল না। তবে ওই সময়ও ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন হারমানপ্রিত কাউর। জাতীয় দলে অভিষেক হয় তার দুই বছর আগেই। ততদিনে জাতীয় দলে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন। তবে জাতীয় দলে খেলার পাশাপাশি ওই সময় একটা চাকরি খুবই দরকার ছিল হারমানপ্রিতের। বড় আশা করে তাই পুলিশের চাকরির জন্য আবেদন করেন পাঞ্জাব পুলিশ বিভাগে।
শুধু এটুকুই নয়। সোধি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘ওই সময় পাঞ্জাব পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের তিরস্কার করে বলেন ‘‘সে (হারমানপ্রিত) হরভজন সিং নয় যে, আমরা তাকে ডিএসপি পদে চাকরি দেব।’ এমনকি আমরা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি।’
পাশে বসে থাকা হারমানপ্রিতের বাবা বলেন, হারমানপ্রিত এতোদিন ধরে জাতীয় দলে খেললেও পাঞ্জাবের কোনো রাজিনৈতিক দল বা কোনো নেতা একবারের জন্যও তাদের বাড়িতে যাননি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বা পুলিশ বিভাগ চাকরি না দিলেও হারমানপ্রিত চাকরি ঠিকই পেয়ে যান। প্রয়োজনের সময় তাকে সরকারি একটা চাকরি জোগাড় করে দেওয়া সেই মহান ব্যক্তিটি আর কেউ নন, তিনি ভারতীয়দের ক্রিকেট দেবতা স্বয়ং শচীন টেন্ডুলকার।
সুপ্রিম কোর্ট নিয়োজিত বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির সদস্য দিয়ানা ইদুলজি টেন্ডুলকারকে অনুরোধ করেন হারমানপ্রিত একটা চাকরি জোগাড় করে দেওয়ার জন্য। টেন্ডুলকার তখন অনারারী সংসদ সদস্য। তিনি ভারতের রেলমন্ত্রীকে বলে মুম্বাইয়ের রেল বিভাগে হারমানপ্রিতের চাকরির ব্যবস্থা করে দেন। সেই থেকে হারমানপ্রিত মুম্বাইয়ের রেল বিভাগের চিফ অফিস সুপারিন্টেন্ডেন্ট পদে। আছেন। তবে শিগগিরই পদোন্নতি হচ্ছে তার! অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া ওই ইনিংসের পরই মুম্বাই রেল কর্তৃপক্ষ হারমানপ্রিতের প্রদোন্নতির ঘোষণা দিয়েছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন