শুক্রবার, ৩০ জুন, ২০১৭

সরকারি চাল পাচার: যুবলীগ নেতা আটক

জগন্নাথপুরে মধ্যরাত
সরকারি চাল পাচার
কালে যুবলীগ নেতা
চালসহ জনতার হাতে
আটক

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি
চাল পাচার কালে যুবলীগ নেতা
চালসহ আটক।
উপজেলার পাইলগাওঁ ইউনিয়নে
সরকারি ওএমএস এর চাউল আত্মসাৎ
করে পাচার করেন যুবলীগ নেতা
আব্দুল বারিক।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে
উপজেলার আলীগঞ্জ বাজার নামক
স্থানে টমটম যোগে ১০বস্তা ওএমএস
এর চাউলসহ স্থানীয় যুবলীগ নেতা
ডিলার আঃ বারিক কে জনতা আটক
করলে বারিক কৌশলে পালিয়ে যায়।
চাউল আটকের খবর পেয়ে পাইলগাওঁ
ইউনিয়নের চেয়ারম্যান মখলিছ মিয়া
তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন। এসময়
পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার
ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী
আলাল মিয়া, ইনাতগঞ্জ ৩ নং
ওয়ার্ডের মেম্বার নাজিমুদ্দিন,
ব্যবসায়ী তমিজ উদ্দিন, আলীপুর
গ্রামের মাহমুদ আলী, পাইলগাওঁ
ইউপি কল্যাণকামী যুব সংঘের
সভাপতি তুফায়েল আহমেদ,
সেক্রেটারি শিপন খানসহ এলাকার
শতশত জনতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও একাদিকবার চাল
পাচার করেছেন বলে ডিলার আঃ
বারিকের বিরুদ্ধে চাল বিক্রয়ের
অভিযোগ উঠেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...