খাওনই জোটেনা আবার ঈদ! ‘আমাগো
মতোন গরীবদের ঈদেই কি আর পুজায়
কি? পোলাপানগোর খাওনই
জোটাইবার পারি না, কাপড় কিনুম
কি দিয়া। ঈদ আহে আমাগো দুঃহ-
কষ্ট বাড়ানের লাই।’ দীর্ঘশ্বাস
ছেড়ে এক নাগাড়ে কথাগুলো
বলছিলেন এক অসহায় মা। রাজধানীর
ফুটপাতই যার ঠিকানা।
সময় বদলে গেছে; আর আমরাও
অনেকটা আপডেট হয়ে গেছি।
ব্র্যান্ডের ড্রেস ছাড়া এখন আর
আমাদের চলেই না। আহ.. চলবেই বা
কি করে...! ঐ হরিণা চোখগুলোর
কাছে তো আমাদের 'স্মার্ট বয়' হতেই
হবে!!! হুম, স্মার্ট বয় হয়তো হতে
পেরেছি, কিন্তু মানুষ রূপে জন্মেয়
কি আমরা আজও মানুষ হতে
পেরেছি??? শুধু দুটো হাত পা
থাকলেই মানুষ হওয়া যায় না, কারণ-
অমানুষেরও তো আপনার-আমার মতো
হাত-পা আছে।
রোজার শুরুতে এক সংবাদকর্মী
শপিং সেন্টারে একটা মেয়ের কাছে
জানতে চাইলো তুমি কি কি নিয়েছ?
মেয়েটি বলল- এই একটা থ্রী পিস
নিলাম ১৪ হাজার টাকা দিয়ে আর
স্যান্ডেল নিলাম ২৫শ টাকা দিয়ে।
তারপর জানতে চাইলো আর কিছু
কিনেছে কিনা; মেয়েটি বলল-
সবেতো রোজা শুরু; মাত্র
কেনাকাটা শুরু করেছি, ঈদের আগে
আরও অনেক কিছু কিনতে হবে!!" এটা
তো গেল একটা পরিবারের শুধু একটা
মেয়ের হিসাব মাত্র। জানিনা তবে
কর্তা-গিন্নিদের অবস্থা কী!!!
অনেকই আবার অবস্থা বুঝে ব্যবস্থা
নিয়ে চলে থাকে। তবে সেটার
সংখ্যা হাতেগুণা কিছু মাত্র।
আজব শহরের আজব মানুষ আমরা।
অনেক কিছু দেখেও দেখি না, আবার
বুঝেও বুঝি না। পিছন দিয়ে লাখ
টাকা বাঁশ গেলেও আঁচ করতে পারি
না, তবে সামনে দিয়ে এক টাকা
গেলে তখন বুঝি জীবনটা আর ধড়ে
থাকে না!!!
থাক, আর না। ইনিয়ে-বিনিয়ে
এতক্ষণ অনেক কিছুই বললাম। এবার মূল
কথায় আসি। ফুটপাতের ঐ অসহায়
মায়ের মনের চাপা আর্তনাদ কি
কখনো থামবে না??? আসলে 'যার মন
আছে তার সাধ্য নাই, আর যার সাধ্য
রয়েছে তার মনটা আছে ঘুমিয়ে!!'
যদি কখনো ঐ ঘুমটা ভাঙে তাহলে
হয়তো ফুটপাতেও একফাঁলি চাঁদের
হাসির দেখা মিলবে।
সম্প্রতি তরুণদের কিছু স্বেচ্ছাসেবী
প্রতিষ্ঠানকে ছোট পরিসরে হলেও
পথশিশুদের মাঝে খাদ্য ও নতুন
পোষাক বিতরণ করতে দেখা গেছে।
মহতী এই উদ্যোগগুলোর সাথে যদি
আজ এ শহরের ধর্ণাট্য মানুষের
বিশাল দৃষ্টির ছোট্ট একটি অংশও
থাকতো তাহলে ফুটপাতে হয়তো কাল
নতুন সূর্য্য উদিত হতো।
মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
খাবার জুঠেনা আবার ঈদ!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সূরায়ে ফাতিহা!
সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...

-
রাষ্ট্রদ্রোহী ও ধর্মদ্রোহী ফরহাদ মজহার জুলাই ১৮, ২০১৭ 41 সম্পাদনা: মিয়া মোহাম্মদ হেলাল ফরহাদ মজহার ১৯৭২ সাথে কবি হুমায়ুন কবীর হত্যাকা...
-
রাকিব হাসান: রমজান শেষ। চলছে শাওয়াল মাস। কওমি মাদরাসার ছাত্রদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল ম...
-
ঈদ বার্তা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় বালাগঞ্জ ওসমানীনগর ও সিলেটবাসী, প্রবাসীসহ আওয়ামী পরিবারের নেতা কর্মীদের জানাই ঈদের শুভেচ্ছা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন