শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার
বাংলা ও ইংরেজি অর্থ
ইসলাম
ডেস্ক: সূরা
ফাতিহা
(মক্কায়
অবতীর্ণ), এর
আয়াত সংখ্যা 7
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি দয়ালু।
Ayahs: | 1-7 |
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ‏( 1
যাবতীয় প্রশংসা আল্লাহ
তা’আলার যিনি সকল সৃষ্টি
জগতের পালনকর্তা।
Praise be to Allah, the
Cherisher and Sustainer of the
worlds;
ﺍﻟﺮَّﺣْﻤـﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ ‏( 2
যিনি নিতান্ত মেহেরবান ও
দয়ালু।
Most Gracious, Most Merciful;
ﻣَـﺎﻟِﻚِ ﻳَﻮْﻡِ ﺍﻟﺪِّﻳﻦِ ‏( 3
যিনি বিচার দিনের মালিক।
Master of the Day of Judgment.
ﺇِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭﺇِﻳَّﺎﻙَ ﻧَﺴْﺘَﻌِﻴﻦُ ‏( 4
আমরা একমাত্র তোমারই ইবাদত
করি এবং শুধুমাত্র তোমারই
সাহায্য প্রার্থনা করি।
Thee do we worship, and Thine
aid we seek.
ﺍﻫﺪِﻧَــــﺎ ﺍﻟﺼِّﺮَﺍﻁَ ﺍﻟﻤُﺴﺘَﻘِﻴﻢَ ‏( 5
আমাদেরকে সরল পথ দেখাও,
Show us the straight way,
ﺻِﺮَﺍﻁَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺃَﻧﻌَﻤﺖَ ﻋَﻠَﻴﻬِﻢْ ‏( 6
সে সমস্ত লোকের পথ, যাদেরকে
তুমি নেয়ামত দান করেছ।
The way of those on whom
Thou hast bestowed Thy Grace,
ﻏَﻴﺮِ ﺍﻟﻤَﻐﻀُﻮﺏِ ﻋَﻠَﻴﻬِﻢْ ﻭَﻻَ ﺍﻟﻀَّﺎﻟِّﻴﻦَ ‏( 7
তাদের পথ নয়, যাদের প্রতি
তোমার গজব নাযিল হয়েছে এবং
যারা পথভ্রষ্ট হয়েছে।
Those whose (portion) is not
wrath, and who go not astray.

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

জকিগঞ্জে ওয়েলফেয়ার সোসাইটির বন্যার্তদের মাঝে অর্থ বিতরন।

জকিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগান (USA) এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ ।

মোস্তাক আহমদ,জকিগন্জ প্রতিনিধি:
জকিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগান (USA)এর উদ্যোগে আজ মঙ্গলবার জ‌কিগঞ্জ পৌরসভা ও জ‌কিগঞ্জ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদ ২৬৫ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্তিত ছিলেন জ‌কিগঞ্জ উপ‌জেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌর মেয়র হাজী খ‌লিল উদ্দিন, সি‌লেট জেলা খেলাফত মজ‌লিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মখ‌লিছুর রহম‌ান, উপ‌জেলা খেলাফত সজ‌লি‌সের সাধারণ সম্পাদক মাওলানা আলাউ‌দ্দিন তাপাদার, ‌পৌর আল ইসলাহ সভাপ‌তি কাজী হিফজুর রহমান, পৌর জামায়া‌তের আমীর হেলাল আহমদ, জ‌কিগঞ্জ নিউজ টু‌য়ে‌ন্টি‌ফোর ডটকম সম্পাদক আল মামুন, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক আহবায়ক কমর উদ্দিন বাবর প্রমুখ।
এ সময় ব্ন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারের মাঝে প্রত্যেকের মাঝে ৫০০ টাকা করে বিতরন করা হয়।  বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য জকিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগান (USA) এর প্র‌তি কৃতজ্ঞতা প্রকাশ  করেন উপ‌স্থিত নেতৃবৃন্দ।

শনিবার, ৩০ জুন, ২০১৮

গরমে সুস্থ থাকার উপায়!

গরমে সুস্থ থাকার ১০
উপায়
আবহাওয়াটা সুবিধার নয়। এই
ভ্যাপসা গরমের দিনে যে কোনো
মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারেন যে
কেউ। পরিবেশের তাপমাত্রা বাড়ার
সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রাও
বাড়তে থাকে। তাই এ সময় কেউ যদি
নিজের শরীরের তাপমাত্রা
স্বাভাবিক রাখার কৌশল আয়ত্ত
করতে পারেন, তাহলেই সম্ভব
অসুস্থতার হাত থেকে রেহাই
পাওয়া।
১. পরিশ্রমের মাত্রা
কমিয়ে আনুন। গরমে
মাত্রাধিক ব্যায়াম
করলে শরীরের
তাপমাত্রা বেড়ে যায়।
তবে শারীরিক ফিটনেস
বজায় রাখতে সীমিত
মাত্রার ফ্রি হ্যান্ড
এক্সারসাইজ করতে
পারেন। খুব ভোরে হেঁটে
আসুন খোলা বাতাসে
কিংবা সাঁতার কাটুন
কিছুক্ষণ।
২. শরীরের পানিশূন্যতা রোধ করুন।
দুঃসহ গরমে ঘামের সঙ্গে শরীর
থেকে বেরিয়ে যায় প্রচুর পরিমাণে
পানি। তার সঙ্গে বেরিয়ে যায় লবণ।
সেই পানিশূন্যতা দূর করতে
স্বাভাবিকের বেশি পানি বা
পানীয় পান করতে হবে। শরীরে
পানি আর লবণের অভাব হলে
মাংসপেশি ঠিকমতো কাজ করতে
পারে না। তাই বোতল বা ফ্লাস্কে
পানি মজুদ রাখুন।
৩. তরল খাবার বেশি খান। স্যুপ,
এনার্জি ড্রিঙ্ক, মিল্কশেক ও ফলের
রস সেবন করুন। সবজির সালাদ বাদ
দেবেন না। শরীর থেকে ঘামের
সঙ্গে বেরিয়ে যাচ্ছে লবণ।
প্রয়োজনে খাবার স্যালাইন খান।
ডাবের পানি, তরমুজ বাদ যাবে কেন
খাদ্য তালিকা থেকে?
৪. পোশাক পরুন হালকা রঙের। এই
গরমে একেবারেই ভুলে থাকুন গাঢ়
রঙের পোশাকের কথা। গাঢ় রঙের
পোশাক রোদ শোষণ করে বলে গরম
অনুভূত হয় বেশি। কিন্তু হালকা রঙের
পোশাক রোদ যতটুকু না শোষণ করে
তার চেয়ে অধিক মাত্রায় বিকিরণ
করে। গরমে সিনথেটিক পোশাক
কখনোই পরবেন না। সব সময় সুতি ও
ঢিলা পোশাক পরুন।
৫. অফিসের পরিবেশ হোক
স্বাস্থ্যসম্মত। কাচের ঘরে ঘেরা
অফিসের একটি নন্দনগত দিক রয়েছে
সত্য। তবে তা থেকে আপনি বিশেষ
উপকৃত হতে পারছেন না। যেসব অফিস
বা কর্মস্থল কাচে ঘেরা সেখানে
সূর্যালোকের শোষণ হয় বেশি। ফলে
ঘরের তাপমাত্রা বাইরের চেয়েও
বেড়ে যায় দ্বিগুণ পরিমাণে।
৬. পরিত্যাগ করুন চা, কফি ও
অ্যালকোহল। গরমের অত্যাচারে যখন
আপনি অতিষ্ঠ, ভুলেও পান করবেন না
চা, কফি বা অ্যালকোহল। এগুলো
বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে
আপনার শরীরে। বাড়িয়ে দেবে
বেশি করে পানিশূন্যতা। আপনার
তৃষ্ণা মেটাতে স্রেফ পানি পান
করুন। অথবা কোমল পানীয়।
৭. এড়িয়ে চলুন সূর্যালোক। চেষ্টা করুন
ছায়ার মধ্য দিয়ে চলতে। রোদে
গেলে মাথায় রাখুন চওড়া ক্যাপ,
স্কার্ফ অথবা ছাতা। রিকশায় চড়লে
হুড উঠিয়ে চলুন। ত্বকে মেখে চলুন
সানস্ক্রিন ক্রিম বা লোশন। রোদে
বাইরে বেরোলেই সানগ্গ্নাস পরে
নেবেন। বাদামি রঙের কাচ ব্যবহার
করুন।
৮. গোসল করুন একাধিক বার। পুকুরে বা
সুইমিং পুলে ডুব দেওয়া সবার পক্ষে
সম্ভব নয়। সবচেয়ে ভালো হয়, যদি
বাথটাবের ঠাণ্ডা জলে কিছুক্ষণ
জিরিয়ে নেন। সম্ভব হলে দিনে
একাধিকবার গোসল করুন। শরীরে তেল
জাতীয় কিছু মাখবেন না।
৯. হিউমিডিফায়ার রাখুন
প্রয়োজনে। বাতাসের আর্দ্রতা এখন
থাকে ৯০-এর ঘরে। যাদের ঘরে
শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই,
কম খরচের আর্দ্রতা নিরোধক
হিউমিডিফায়ার এ সময় ভালো কাজ
দিতে পারে।
১০. ফ্যানের ব্যবহার পরিবর্তন করুন।
সিলিং ফ্যানের পরিবর্তে টেবিল
ফ্যান বা ওয়াল ফ্যান ব্যবহার করুন।
ঘরের মধ্যে বাতাস পরিবহন বা
চলাচল এতে সহজতর এবং কার্যকর হয়ে
উঠবে।

Bollywood star Deepika wedding!

Want to have kids,
says Deepika amid
wedding rumours
with Ranveer

Ourmedianews24  Deskঃ

Bollywood stars Deepika
Padukone and Ranveer Singh
are reportedly tying the knot
last this year.
A
But the newest thing is the
actress talking about wanting to
have children, reports NDTV.
A
In an interview with the
Evening Standard, the 32-year-
old revealed that her parents
are her idols for family goals
and that she really wants to
start one of her own.
A
"Absolutely - I want to have
kids," she told the British
tabloid when asked about
family goals.
A
Deepika is the elder daughter of
former badminton player
Prakash Padukone and Ujjala.
Deepika's younger sister Anisha
is a golfer.
A
Deepika and Ranveer have been
trending on and off for the
many wedding rumour these
two have featured in - the latest
one being their rumoured
wedding is scheduled for Nov 10
with either Italy or Bangalore
as the location.
A
While a stony silence continues
to be maintained at the
Padukone and Singh quarters,
Deepika shared how she deals
with the speculation about her
off-screen rapport with
Ranveer. "I try and keep it
separate as much as possible,
but I don't try to fight or
control the speculation," she
said.
A
Several reports also state
Deepika and Ranveer's roka
ceremony has secretly
happened already and the
respective families are
currently busy with the
wedding shopping.
A
"The maximum time was taken
to decide the date. Both
Ranveer and Deepika want
everything about their
marriage to be perfect.
November 10th suited their
calendars as well as their
parents'," Filmfare quoted a
source as saying recently.
A
Deepika and Ranveer, who have
arrived at parties and events
hand-in-hand, co-stars of
Sanjay Leela Bhansali-directed
films such as Ram-Leela and
Bajirao Mastani and were last
seen together in "Padmaavat."

ওরা সাত ছিনতাইকারী মহিলা যাত্রী!

ওরা সাত ‘ভয়ঙ্কর যাত্রী’
30 Jun, 2018
অভিযান চালিয়ে সাত ‘ভয়ঙ্কর
যাত্রী’কে গ্রেফতার করেছে
কোতোয়ালী থানা পুলিশ। সংঘবদ্ধ
হয়ে যাত্রী সেজে বাসে উঠে
ছিনতাই করাই তাদের পেশা। তারা
সকলেই নারী।
শুক্রবার (২৯ জুন) রাতে অভিযান
চালিয়ে সীতাকুণ্ডের ফকিরহাট
এলাকা থেকে তাদের গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোছাম্মদ
রাহেলা (৪০), মোছাম্মদ আফিয়া
বেগম (১৮), ফুলতারা বেগম (২২),
শাহার বানু (৫৫), সুলতানা বেগম
(২৩), নাজমা বেগম (৩৫) ও মরিয়ম
বেগম (২৫)।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ মহসিন বাংলানিউজকে
বলেন, কোতোয়ালী এলাকায় একটি
বাসে করে যাচ্ছিলেন রুমু নামের এক
মেয়ে। কিছুদুর যেতেই দেখেন পাঁচ
ছয়জন মহিলা হুড়োহুড়ি করে বাসে
উঠল। এরপর বাস চলা শুরু করলেই রুমু
এসব মহিলার অস্বাভাবিক আচরণ
দেখতে পান। পর্যাপ্ত জায়গা থাকা
সত্ত্বেও গায়ে লেগে থাকা,
ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া,
কৃত্রিম ভিড় সৃষ্টি করা। এর ফাঁকেই
হঠাৎ তিনি তার ঘাড়ে একটা স্পর্শ
অনুভব করেন। হাত দেওয়ার সাথে
সাথেই দেখেন তার গলায় থাকা
স্বর্ণের চেইন উধাও। সাথে সাথেই
তিনি চিৎকার করে পাশে থাকা
একজনকে ধরে ফেলেন। অন্য যাত্রীরা
এসময় ছুটে এলে সুযোগ বুঝে কিছু
মহিলা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, আটক ওই মহিলা
সবকিছু অস্বীকার শুরু করে। এক
পর্যায়ে সবাই মিলে সেখানকার টহল
পুলিশের সহযোগিতা গ্রহণ করে। টহল
পুলিশ প্রথমেই আটককৃত মহিলার কাছ
থেকে ছিনতাইয়ের স্বীকারোক্তি
গ্রহণ করে। পরবর্তীতে তার দেওয়া
তথ্য অনুযায়ী নগরী এবং সীতাকুণ্ডের
বিভিন্ন স্থান থেকে যাত্রা ভয়ঙ্কর
করা সাত ‘ভয়ঙ্কর যাত্রী’কে আটক
করে। এসময় ছিনতাই হওয়া চেইনটিও
উদ্ধার করা হয়।
ওসি বলেন, ওরা সাতজনই সংঘবদ্ধ
ছিনতাইকারী চক্র। সাতজনই মহিলা।
সবাই যাত্রী। সবসময়ই যাত্রী।
দিনেও যাত্রী। রাতেও যাত্রী।
সারাদিনই যাত্রা’র ওপরে থাকেন
তারা। কখনো বাসে। কখনো বা
রাইডারে। যাত্রাতেই পার হয়
তাদের রাত ও দিন। সাধারণত যেসব
গাড়িতে মেয়ে কম কিন্তুভিড় বেশি
সেসব গাড়িতে উঠতেই তারা বেশি
স্বাচ্ছন্দবোধ করেন। আর সেই মেয়ে
যদি দাঁড়ানো থাকে তাহলে তো আর
কথাই নেই। এসব গাড়িতে উঠে
প্রথমেই তারা দাঁড়ানো মেয়েটির
চারপাশে দাঁড়িয়ে যায়। এরপর
গাড়ির লক্কড়ঝক্কর লাফ, যাত্রীদের
ভিড় সাথে এসব মহিলার ঠেলাঠেলি
পেরিয়ে যখন মেয়ে গন্তব্যে পৌঁছায়
তখন দেখে হয়ত তার ব্যাগ নতুবা
মোবাইল নেই।
গ্রেফতারকৃতদের বিরূদ্ধে দ্রুত বিচার
আইনে মামলা করা হয়েছে বলেও
জানান ওসি।
উৎসঃ banglanews24

জকিগঞ্জে বন্যাদুর্গত এলাকায়; ক্ষতিগ্রস্তদের নেই ত্রান সহায়তা!

সিলেটের জকিগঞ্জে অনেক  গ্রাম বন্যায় প্লাবিত, দেখার কেউ নেই!সিলেট (জকিগঞ্জ) সংবাদদাতা ঃসিলেটেরজকিগঞ্জ ওকানাইঘাট উপজেলায় আকস্মিকবন্যায় প্রায় দুই লক্ষাধিক মানুষেরআরামের ঘুম হারাম করে দিয়েছে।ঈদের ছুটিতে বাড়ীতে থাকারসুবাদে মানুষের দূর্ভোগ-দুর্দশারচিত্র স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে।দূর্গত মানুষের এই অবস্থা দেখেনিজেকে ধরে রাখা খুবই কঠিন। মানবাধিকার কর্মি মুস্তাক আহমদের সাথে কথা বলায় উঠে আসে বানবাসি মানুষের এমন অবস্থার কথা, কোন উদ্দগ্য নিচ্ছে না স্থানিয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা বানবাসি লোকদের ত্রান বা মাথা গোজার ঠাই পাচ্ছে না বানবাসি এমন অভিযোগ স্থানিয় দের,    ভারতের, উজান হতে নেমে আসাপাহড়ী পানির ডল টিপাই মূখ সহবিভিন্ন নদী নালা দিয়ে সুরমা-কুশিয়ারা নদী হয়ে বাংলাদেশেপ্রবেশ করে সিলেটের শেষ পূর্বসীমান্ত জকিগন্জ- কানাইঘাটউপজেলা'র গ্রাম থেকে গ্রামান্তরবন্যার পনিতে প্লাবীত হয়ে যায়!তম্মধ্যে জকিগন্জ উপজেলারউত্তরকুল, সোনাসার, বিয়াবাইল,রসুলপুর, কালিগন্জ, আটগ্রাম, ফুলতলী,নান্দিশ্রী, বালাউট, মাইজকান্দী,পূর্ব মাইজকান্দী, পঙ্গবট, বিলেরবন্দ,মুমিনপুর, রারাই, ফলাহট, শৈষ্যকুড়ি,সোনাপুর(নকুলপুর) ডেমারগ্রামসহআশপাশ এলাকা। বিশেষ করেজকিগন্জ উপজেলা'র বারহালইউনিয়নের বিভিন্ন গ্রাম-মনতঈল,কুদালী, পাচালী, খালপার,সমসখানি,পইল,আখাব গ্রামগুলোএখনো বন্যা কবলিত, বন্যার্ত মানুষত্রানের জন্য হাহাকার করছে।এসবমানুষের মুখে দুর্দশার কথা শুনেবাঁকরুদ্ধ হওয়ার মতো।বিভিন্ন সামাজিক সংস্হারমাধ্যমে কিংবা মানবতার টানেব্যক্তিগত ভাবে অনেকে দুর্দশাগ্রস্থমানুষের মুখে হাসি ফোটানোর জন্যরাত দিন কষ্ট করছেন। কারো কাঁচাঘর বন্যায় ভাসিয়ে দিয়েছে কিংবাধসিয়ে ফেলেছে। অনেকের সন্তানঅসুস্থ হয়ে পড়েছে।ঔষধ ক্রয়েরসামর্থ হারিয়ে ফেলেছেন। কারোতিলে তিলে সঞ্চিত সমস্ত সঞ্চয়দিয়ে আপন পুকুরে ফেলা মৎস্য পোনাভাসিয়ে নিয়েছে। স্বপ্ন ছিল, এগুলোবড় হলে সংসারের প্রয়োজন মিটবেএবং উদ্ধৃত অংশ বিক্রয় করে বাড়তিআয় হবে। কারো ক্ষেতের ফসলভাসিয়ে নিয়েছে, ফসল ফলাতেসঞ্চিত সঞ্চয় ব্যয় হয়ে গেছে। এখনকর্মহীন। আশা ছিল ফসল ধরলে অন্নজোটবে, এখন হতাশার কালোরেখাচোখে মুখে ফুটছে। অনেক স্কুল-কলেজ-মাদ্রাসাগামী সন্তানের পড়ার বই-খাতা ভিজে নষ্ট হয়ে গেছে। নতুনকরে ক্রয় করার সামর্থ নেই। আছেসবার ক্ষিধে নিবারণের তাড়না।প্রয়োজনীয় অর্থের অভাবেনিত্যদিনের অন্ন যোগাতে হিমশিমখাচ্ছেন।অন্যদিকে মেইন রোড় সহ ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজ-মাদ্রাসায়যাতায়াতের যোগাযোগ ব্যবস্তাপ্রায় বিচ্ছিন্ন।মূলতো , রস্তা ঘাটেরঅবস্তা বেহাল ছিলো, যা মাত্রছিলো তাও আবার বন্যায় একবারেবিলীন হয়ে গেছে। তাছাড়াপ্রত্যেকের পুকুরেই পানি ডুকে তাব্যবহার অনুপযোগী করে ফেলেছে।উপায়ান্ত না হয়ে এই পানি ব্যবহারকরে নানা রোগ-বালাইর মুখোমুখিহচ্ছেন দূর্গত এলাকার মানুষ। বন্যার্তমানুষ অভিযোগ করেন তাদের কাছেএখনো কোনো সরকারিবেসরকারিভাবে ত্রান সামগ্রীপৌছেনি। দ্রুত ত্রান সামগ্রীপ্রেরনের জন্য তারা সরকারেরঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিত্তশালীদেরসুদৃষ্টি কামনা করেন।এমতাবস্থায় লোক দেখানো ত্রাণবিতরণে মনযোগ না দিয়ে সমস্যারগভীরে গিয়ে পরিকল্পিত কাজ করাসময়ের দাবী। বিশেষ করে বিভিন্নরাজনৈতিক দল, সামাজিক সংগঠন,স্বেচ্ছাসেবী সংস্থা ও সামর্থবানব্যক্তিকে বন্যা দুর্গদের সহায়তায়সমন্বিত উদ্যোগ নিয়ে প্রত্যেকবন্যার্ত মানুষের মৌলিক সমস্যাগুলোচিহ্নিত করে তা সমাধানে কার্যকরভুমিকা পালন করা প্রয়োজন।সরকারি-বেসরকারি বিভিন্ন ত্রাণকার্যক্রমকে সমন্বয় করে সকলক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যনিশ্চিত করা। বিশেষ করেক্ষতিগ্রস্ত কৃষককে বিশেষ স্কিমদিয়ে তাদেরকে সরকারী ভাবেবিনা সূদে ঋনের ব্যবস্থা করা, মৎসখামারের মালিকদের জন্য বিশেষপ্রণোদনার ব্যবস্থা করে তাদেরকেওবিনা সূদে কর্জে হাসানা হিসেবেপ্রয়োজনীয় মূলধন সর্বরাহের ব্যবস্তাকরা। বন্যার পানি চলে যাওয়ারমুহুর্তে স্বাস্থ্যসেবা ও পরিবেশরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহন করেমানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থাকরা। পাশাপাশি গরীব-অসহায়মানুষের জন্য জরুরী খাদ্য সহায়তাঅব্যাহত রাখা। ত্রাণ সামগ্রীবিতরণের পাশাপাশি দূর্গতদেরহাতে নগদ অর্থ তুলে দেয়া, যাতেতারা তাদের প্রয়োজন মুহুর্তেপ্রাপ্ত অর্থ ব্যয় করতে পারে। এ অঞ্চলের বানবাসিরাস্থানিয় জনপ্রতিনিধি বা সমাজ উন্নয়ন মূলূক সংস্থা ও প্রবাসী দের প্রতি মানবতারসেবায় এগিয়ে আসার আহব্বান জানান।

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

জকিগঞ্জের বারঠাকুরী আইডিয়াল একাডেমীতে প্রধান শিক্ষক আব্যশক।

জকিগঞ্জের বারঠাকুরী আইডিয়াল একাডেমী'র;
প্রধান শিক্ষক আব্যশক।

মোস্তাক আহমদ,জকিগন্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায়
বারঠাকুরী আইডিয়াল একাডেমী
(কিন্ডার গার্টেন স্কুল ) বারঠাকুরী
জকিগঞ্জ সিলেট'র জন্য একজন প্রধান
শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর,
অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার
দেয়া হবে।
বেতন আলোচনা সাপেক্ষ।
আগ্রহী প্রার্থীগন ৩ কপি পাসপোর্ট
সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার
সনদপত্র, জন্ম নিবন্ধন অথবা জাতীয়
পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল
নাম্বার ও জীবন বৃত্তান্ত সহ
আগামী ১০/০৭/২০১৮ ইং তারিখের
মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদন
পাঠাতে হবে এবং আগামী ১৩/০৭/১৮
ইং তারিখ বিকাল ০২:০০ ঘটিকার
সময় সনদপত্রের মূল কপি সহ উপস্থিত
হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানা : বারঠাকুরী
আইডিয়াল একাডেমি।
বারঠাকুরী, জকিগঞ্জ,সিলেট।
মোবাইল : ০১৭১৩-৮১৫৬৬১
০১৭১০-৭১৬১৯০

সূরায়ে ফাতিহা!

সূরা আল ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ ইসলাম ডেস্ক: সূরা ফাতিহা (মক্কায় অবতীর্ণ), এর আয়াত সংখ্যা 7 ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢ...